Bangladeshi Arrested

বাংলাদেশের বরিশাল থেকে কলকাতার টালিগঞ্জ, তারপরে হুগলি, দালাল মারফত ভারতে এসে গ্রেফতার যুবক

তার সঙ্গে আরও কেউ এসেছিল কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দালালের খোঁজও শুরু করেছে পুলিশ। এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, “বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধ ভাবে বসবাস করছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তিনি পান্ডুয়ায় এসেছিলেন, তা দেখা হচ্ছে।’’

ধৃত বাংলাদেশি যুবকের নাম রেয়াত হোসেন।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৪

এসআইআর আবহে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাকে হুগলি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই যুবক অবৈধ ভাবে এই দেশে বসবাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। রবিবার তাকে আদালতে হাজির করানো হয়েছে।

ধৃত যুবকের নাম রেয়াত হোসেন। রেয়াত আদতে বাংলাদেশের বরিশালের বাসিন্দা। জানা গিয়েছে, বছর তিনেক আগে দালালের মাধ্যমে ভারতে এসেছিল। এখানে এসে কলকাতার টালিগঞ্জে বসবাস শুরু করে। তার কাছে বৈধ নথি বলতে কিছুই ছিল না। সম্প্রতি হুগলির পান্ডুয়ার তিন্না এলাকায় বসবাস শুরু করে রেয়াত। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই পুলিশকে গোটা বিষয়টি জানান। শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক রেয়াত হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাসপোর্ট এবং ভিসা কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে।

রেয়াত ভারতে যে অবৈধ ভাবে এসেছিল তা সে মেনে নিয়েছে। চুঁচুড়া আদালতের হাজির করানোর আগে রেয়াত বলে, “তিন বছর আগে এসেছি। এখানে টালিগঞ্জে থাকতাম। পান্ডুয়ায় এক পরিচিতর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।” তার সঙ্গে আরও কেউ এসেছিল কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দালালের খোঁজও শুরু করেছে পুলিশ। এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, “বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধ ভাবে বসবাস করছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে তিনি পান্ডুয়ায় এসেছিলেন, তা দেখা হচ্ছে।’’

উল্লেখ্য, বাংলাদেশে অস্থিরতা এবং এসআইআর আবহে আবার গ্রেফতার হল বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে জেলায় জেলায় ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কেউ কেউ পরিবারের নিয়ে লুকিয়ে বাংলাদেশ পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে।


Share