ফের শহরে জোড়া দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত এক, অন্য একটি দুর্ঘটনায় গুরুতর জখম এক

শহরে জোড়া দুর্ঘটনা। বেনিয়াপুকুরে লরির ধাক্কায় মৃত অ্যাপ ক্যাব মোটরবাইক চালক। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইডারে ধাক্কা মেরে গুরুতর জখম লরির খালাসি।

ফের শহরে দুর্ঘটনা। জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। অপরদিকে অন্য একটি ঘটনায় গুরুতর জখম এক। আজ দুপুর প্রথম দুর্ঘটনাটি ঘটে বেনিয়াপুকুরে। যেখানে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক চালকের। অপরদিকে দ্বিতীয় হুগলি সেতুতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। যেখানে লরির খালাসি গুরুতর জখম হয়েছেন।

-প্রতীকী ছবি।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
  • শেষ আপডেট:১১ মার্চ ২০২৫ ১২:০০

ফের শহরে দুর্ঘটনা। জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। অপরদিকে অন্য একটি ঘটনায় গুরুতর জখম এক। আজ দুপুর প্রথম দুর্ঘটনাটি ঘটে বেনিয়াপুকুরে। যেখানে পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক চালকের। অপরদিকে দ্বিতীয় হুগলি সেতুতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। যেখানে লরির খালাসি গুরুতর জখম হয়েছেন।? 

আজ, মঙ্গলবার দুপুর ১২টা নাগাত বেনিয়াপুকুরে একটি মোটরবাইককে পেছন থেকে একটি পণ্যবাহী লরি ধাক্কা মারে। এর ফলে চালক গাড়ি থেকে ছিটকে পড়েন। গুরতর জখম অবস্থায় তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নামশেখ পারভেজ। তাঁর বাড়ি তোপসিয়ায়। জানা গিয়েছে, তাঁর মাথায় হেলমেট ছিল। এক স্থানীয়ের অভিযোগ, ঘিঞ্জি এলাকার মধ্যে দিয়ে দ্রুত গতিতে লরিটি আসছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। লরিচালক এবং লরিটিকে আটক করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।? 

অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি লরি। মঙ্গলবার দুপুর ২টো ৪০ মিনিট নাগাদ এইচআরবিসি ভবনের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, লরিটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন লরির খালাসি। নাম আলাউদ্দিন দফাদার। তাঁকে জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। লরিচালক সহ লরিটিকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ।? 


Share