Kolkata Metro

নববর্ষের রাতে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড-সহ একাধিক স্টেশনে বাড়তি নিরাপত্তা, মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবাও

নববর্ষের রাতে কলকাতা মেট্রোয় কড়া নিরাপত্তা। ৩১ ডিসেম্বর পার্ক স্ট্রিট-সমেত গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়তি আরপিএফ, কিউআরটি ও সিসিটিভি নজরদারি। যাত্রী স্বাচ্ছন্দ্যে ব্লু লাইনে চলবে আটটি অতিরিক্ত মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

আগামীকাল ২০২৫ থেকে ২০২৬-এ পড়বে শহরবাসী। নববর্ষের রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর এই প্রধান স্টেশনগুলিতে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই দিন যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিচালনার জন্য অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। বিশেষ করে মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক মহিলা আরপিএফ অফিসার ও কর্মী থাকবেন।

যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ৩১ ডিসেম্বর পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনগুলিতে বিশেষ স্ট্যান্ডবাই বাহিনী এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। পাশাপাশি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত কর্মী মোতায়েন করে সর্বক্ষণ রিয়েল-টাইম সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে।

যাত্রীদের ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে কিউ ম্যানেজার, লাউড হেলার, দড়ি ও অন্যান্য ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হবে। নাশকতা প্রতিরোধে ডগ স্কোয়াডের সাহায্যে নিয়মিত তল্লাশিও চালানো হবে। এ ছাড়াও, পার্ক স্ট্রিট স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মী নিয়ে একটি অতিরিক্ত বিশেষ দল মোতায়েন করা হবে।

যাত্রীদের সঠিক দিশা নির্দেশনা ও সহায়তার জন্য পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনগুলিতে পর্যাপ্ত আরপিএফ কর্মী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এ দিকে, যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে নববর্ষের প্রাক্কালে রাতে ব্লু-লাইনে অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ন'টা ৪০ মিনিটের পর ব্লু লাইনে মোট আটটি অতিরিক্ত মেট্রো পরিষেবা (চারটি আপ ও চারটি ডাউন) চালানো হবে।

মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের নিরাপদ ও মসৃণ যাত্রা নিশ্চিত করতে মেট্রো ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে।


Share