Building Collapse

শহরে ফের ভাঙল পুরোনো বাড়ি, এন্টালিতে জখম দু’জন, ভর্তি বেসরকারি হাসপাতালে

বৃহস্পতিবার সকালে এন্টালি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দু’জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকার্য।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৭ আগস্ট ২০২৫ ১০:৪৭

শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। বৃহস্পতিবার সকালে এন্টালির অনরাইট ফার্স্ট লেনে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে রয়েছে বাড়িটি। স্থানীয়দের দাবি, বাড়িটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাত ৪৩সি, সুরেশ সরকার রোডের বাড়িটির একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় জখম দু’জন জখম হয়েছেন। তাঁরা হলেন, রথিন সেন (৭৯) এবং মঞ্জু লাহিড়ী (৬২)। জানা গিয়েছে, মঞ্জু লাহিড়ীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রৌঢ় রথিন সেনের পায়ে গুরুতর আঘাত লেগেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলকর্মীরা। শুরু হয় উদ্ধারকার্য। জখমদের উদ্ধার করে প্রথমে এনআরএস মেডিকেলে নিয়ে আসা হয়। পরে পরিবারের লোকজন তাঁদের স্থানান্তরিত করে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

দমকলের প্রাথমিক অনুমান, টানা বৃষ্টির জেরে বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব‍্যবস্থা নেওয়া হয়নি। প্রসঙ্গত, অতি বৃষ্ঠির কারণে শহরে গত কয়েক দিনে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। নাগরিকদের সুরক্ষা নিয়ে কলকাতা পুরসভার উদাসীনতাকে দায়ী করেছে রাজ্যের শাসকদল বিজেপি।

যদিও কলকাতা পুরভার দাবি, শহরে বিপজ্জনক বাড়ির তালিকা তৈরী করা হচ্ছে। তালিকা তৈরীর কাজ সম্পূর্ণ হলেই ব‍্যবস্থা নেওয়া হবে।


Share