Durga Puja Shut By MD Ali Park

মন্ডপে আসছে না মানুষ! মহম্মদ আলি পার্কের পুজো বন্ধ, বসল ব‍্যারিকেড, কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ

মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন উত্তর কলকাতার এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতা সন্তোষ মিত্র স্কোয়্যার পুজোর অন্যতম প্রধান মুখ। মহম্মদ আলি পার্কের পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত শুনে তিনি বলেছেন, “সন্তোষ মিত্র স্কোয়্যার মহম্মদ আলি পার্কের পাশে আছে। বহুদিনের পুজো।”

মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫

পুলিশ নির্ধারিত রুট ঘুরিয়ে দিয়েছে। এর ফলে দর্শনার্থীরা মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোর মণ্ডপে আসছেন না। অন্য মন্ডপে চলে যাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মন্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। মন্ডপের সমস্ত আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। মহম্মদ আলি পার্কের পাশে দাঁড়িয়েছে সন্তোষ মিত্র স্কোয়‍্যারের কর্মকর্তারা।

জানা গিয়েছে, পঞ্চমীর সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ আচমকাই মহম্মদ আলি পার্কের পুজো দর্শনার্থীদের জন্য পুজো মন্ডপ আপাতত বন্ধ করা হয়েছে। মন্ডপের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। মন্ডপের সামনে বসিয়ে দেওয়া হয়েছে ব‍্যরিকেড। এই বিষয়ে ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

দুর্গাপুজোর কর্মকর্তাদের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। তাদের দাবি, দর্শনার্থীদের জন্য রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেন, “আমরা তো কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি। এর পরে কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক পর্যন্ত যেতেই পারেন। পুলিশ কাউকে জোর করে কেথাও যেতে বলতে পারে না।” 

মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন উত্তর কলকাতার এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতা সন্তোষ মিত্র স্কোয়্যার পুজোর অন্যতম প্রধান মুখ। মহম্মদ আলি পার্কের পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত শুনে তিনি বলেছেন, “সন্তোষ মিত্র স্কোয়্যার মহম্মদ আলি পার্কের পাশে আছে। বহুদিনের পুজো। খুব পুরনো পুজো। খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন ওঁরা। পুলিশ যে ভাবে কয়েকটি পুজোর ক্ষেত্রে আচরণ করছে, তা মেনে নেওয়া যায় না। মানুষের জন্য পুজো করছি। মানুষই যদি আসতে না পারেন, তাহলে পুজো চালিয়ে কী লাভ!”

শনিবার মহম্মদ আলি পার্কের এক আয়োজক অশোক ওঝা বলেন, “আমাদের পুরোনো রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা মানুষের জন‍্য পুজো করেছি। সেখানে মানুষই যদি না আসে, তাহলে আমরা কী করব। প্রশাসনকে জানিয়েছি, পুরোনো রুটটা খুলে দেওয়ার জন‍্য।” পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, “কিছু না কিছু তো আছে। পিছনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দিয়ে সন্তোষ মিত্র স্কোয়‍্যারের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।” 


Share