Kolkata Municipal Corporation

শহরবাসীর জন্য নতুন ব্যবস্থা, কম খরচে বাড়িতেই মৃতদেহ সংরক্ষণ করবে পুরসভার ভ্রাম্যমান শবাধার

শহরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত শবাধার পরিষেবা চালু করছে কলকাতা পুরসভা। শনিবার এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৩:২০

এ বার মৃতদেহ সংরক্ষণের জন্য তপসিয়ার পিস ওয়ার্ল্ডে ছোটার প্রয়োজন থাকছে না। শহরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত শবাধার পরিষেবা চালু করছে কলকাতা পুরসভা। প্রয়োজনে বাড়িতেই প্রিয়জনের দেহ সংরক্ষণ করা যাবে। শনিবার এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।

কলকাতায় বহু পরিবারে সন্তান বা নিকট আত্মীয়েরা কাজের সূত্রে শহরের বাইরে থাকেন। ফলে মৃত্যুর পরে তাঁদের ফিরে আসা পর্যন্ত অনেক সময় শবদেহ সংরক্ষণের প্রয়োজন হয়। এতদিন সেই ক্ষেত্রে পরিজনদের ভরসা ছিল তপসিয়ার পিস ওয়ার্ল্ড। সেখানে দেহ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও দূরত্ব ও খরচ দু’টিই অনেকের পক্ষে সমস্যার ছিল।

এই পরিস্থিতিতে শহরবাসীর কথা মাথায় রেখে কলকাতা পুরসভার উদ্যোগে চালু হচ্ছে ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত শবাধার। শনিবার দুপুর নাগাদ কালীঘাটের কেওড়াতলা শ্মশানে এই পরিষেবার উদ্বোধন করবেন রাসবিহারীর বিধায়ক ও পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার, সঙ্গে থাকবেন পুরসভার শীর্ষ কর্তারা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিধায়ক তহবিলের অর্থে আপাতত একটি গাড়ির মাধ্যমে এই পরিষেবা চালু হচ্ছে। দেবাশিস কুমার জানান, চাহিদা বাড়লে ভবিষ্যতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, এর আগে বউবাজারের বো ব্যারাক এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পিস হাভেনে স্বল্প সময়ের জন্য দেহ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ। ফলে এতদিন শহরবাসীকে একমাত্র তপসিয়ার পিস ওয়ার্ল্ডের উপরই নির্ভর করতে হচ্ছিল। পুরসভার আশা, তুলনামূলক কম খরচের এই নতুন পরিষেবা শহরের মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলবে।


Share