Kolkata Police

বিধানসভা নির্বাচনের আগে অশান্তি রুখতে ভাঙড়ে নতুন থানা, প্রায় দু’বছর আটকে থাকার পরে মাধবপুর থানার উদ্বোধন করলেন কলকাতার কমিশনার মনোজ বর্মা

মাধবপুর থানার ওসি হলেন সৌরভ দত্ত। তিনি এর আগে জেড়াসাঁকো থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। কল্লোল ঘোষকে মাধবপুর থানার অতিরিক্ত ওসি পদে নিয়ে আসা হয়েছে। এর আগে তিনি লালবাজারের গোয়েন্দা দফতরে কর্মরত ছিলেন। অন‍্যদিকে, সঞ্জয় বিশ্বাসকে পাঠানো হয়েছে জোড়াসাঁকো থানার অতিরিক্ত ওসি করে। সঞ্জয় এর আগে স্পেশাল ব্রাঞ্চে ছিলেন।

মাধবপুর থানার উদ্বোধন করলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০১:০২

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। ২০২৩ সালে কলকাতা পুলিশের অধীনে এলেও সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। দু’বছর আটকে থাকার পরে অবশেষে ভাঙড় ডিভিশনের নতুন থানা পেল কলকাতা পুলিশ। বুধবার সকালে ভাঙড় ডিভিশনের মাধবপুর থানার নতুন ভবন উদ্বোধন করলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মা।

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনার পরে ভাঙড়কে কলকাতাস পুলিশের অধীনে আনা হয়। গত ২০২৪ সালে ভাঙড় কলকাতা পুলিশের অধীনে আসে। ওই ডিভিশনের অধীনে আটটি থানা করার পরিকল্পনা করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দননেশ্বর থানার উদ্বোধন করেন। কিন্তু এই চারটি থানার ওসিরা মাধবপুর, বিজয়গঞ্জ বাজার, বোদরা এবং পোলেরহাট থানার দায়িত্ব সামলাচ্ছিলেন।

মাধবপুর থানাটি চলছিল চন্দনেশ্বর থানার অধীনে। তা বুধবার থেকে আলাদা হয়ে গেল। এ ছাড়াও, এই ডিভিশনে আরও তিনটি থানা কাজ এখনও বাকি। বিজয়গঞ্জ বাজার থানার কাজ সামলাচ্ছেন উত্তর কাশীপুর থানার ওসিকে, হাতিশালা থানার কাজটি সামলাচ্ছেন পোলেরহাট থানার ওসিকে এবং বোদরা থানা সামলাচ্ছেন ভাঙড়ের ওসিকে। বুধবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানান, বিজয়গঞ্জ বাজার থানার জায়গা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তা অতি শীঘ্রই চালু করা হবে। বাকি দুটি থানা, হাতিশালা এবং বোদরা-র জন‍্য জমি চেয়ে ভূমি এবং ভূমি রাজস্ব দফতর ও দক্ষিণ ২৪ চব্বিশ পরগনার জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। তার কাজও দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন কমিশনার মনোজ।

তবে ভাঙড়ে থানা বা ব‍্যাটেলিয়ন তৈরির জন‍্য যে জমির সমস্যা রয়েছে তা মেনে নিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। বুধবার মনোজ বলেন, “বহুদিনের পরিকল্পনা ছিলই। কিন্তু জমি সংক্রান্ত সমস্যা থাকায় এতদিন তা পূরণ করা যায়নি। সরকারের কাছে বহুবার প্রস্তাব দেওয়ার পর আজ এটি সম্পূর্ণ হল।” 

এ ছাড়াও, তিনি বলেন “ভাঙড়ে ডেপুটি কমিশনারের অফিসের জন্য একটি জমি চাওয়া হয়েছে। সাইবার উইং, ব্যাটেলিয়ান, ও তিনটে থানার ভবন নির্মানের জন‍্য জমি চাওয়া হয়েছে। তার মধ্যে থেকে ডেপুটি কমিশনারের অফিসের জন্য জমি পাওয়া গেছে। আশা করছি, বিজয়গড় থানারও কিছুদিনের মধ্যে উদ্বোধন করতে পারব। বাকি দু’টি থানা ও ব্যাটেলিয়ানের জন্য প্রস্তাব রাখা হয়েছে সরকারের কাছে। ব্যাটেলিয়ান এর জন্য অনেকটা দরকার হয়। সেটা এখানে পাওয়া একটু চাপ কষ্টের। ভাবনাচিন্তা দেখা হচ্ছে কী করা যায়।”

মাধবপুর থানার ওসি হলেন সৌরভ দত্ত। তিনি এর আগে জেড়াসাঁকো থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। কল্লোল ঘোষকে মাধবপুর থানার অতিরিক্ত ওসি পদে নিয়ে আসা হয়েছে। এর আগে তিনি লালবাজারের গোয়েন্দা দফতরে কর্মরত ছিলেন। অন‍্যদিকে, সঞ্জয় বিশ্বাসকে পাঠানো হয়েছে জোড়াসাঁকো থানার অতিরিক্ত ওসি করে। সঞ্জয় এর আগে স্পেশাল ব্রাঞ্চে ছিলেন।

উল্লেখ্য, অতীতে একাধিক বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। কিছুদিন আগে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগও উঠেছিল। সেই সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কলকাতা পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এর মধ্যে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বনাম ক‍্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার দ্বন্দ্ব চরমে ওঠে। বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশ ওই এলাকায় আইনশৃঙ্খলার বিষয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তা নিয়ে তৎপর। 


Share