SSC Case in High Court

ইন্টারভিউ তালিকায় ‘অযোগ্য’দের নাম! সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে তুলে হাই কোর্টে মামলা দায়ের করলেন এক শিক্ষক

একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে। ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের নাম ওঠায় এক পার্ট-টাইম শিক্ষক হাই কোর্টে মামলা করেছেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বুধবার শুনানি।

স্কুল সার্ভিস কমিশনের তালিকা নিয়ে ফের হাই কোর্টে মামলা দায়ের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ০১:২৪

একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে যোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে প্রকাশিত ওই তালিকায় উঠে এসেছে ‘চিহ্নিত অযোগ্য’ বহু প্রার্থীর নাম। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন এক পার্টটাইম শিক্ষক।

আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, যাঁরা আগেই ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তা নিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু নতুন তালিকায় সেই সমস্ত বিতর্কিত নাম ফের উঠে এসেছে বলে দাবি করেছেন তিনি।

এখানেই শেষ নয়, ইন্টারভিউ তালিকায় নানা অনিয়মের অভিযোগ তুলেছেন আরও কয়েক জন শিক্ষক। তাঁদের দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না। বিশেষ করে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ করা প্রার্থীরা কীভাবে উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগে অতিরিক্ত অভিজ্ঞতার নম্বর পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই প্রেক্ষিতে সোমবার মামলা গ্রহণ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। আগামী বুধবার এই শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।


Share