Rape Allegation At Kolkata

খাস কলকাতায় মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করল নাদিয়াল থানার পুলিশ

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(কে) ধারায় এফআইআর দায়ের হয়েছে। অন‍্যদিকে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

নাদিয়ালে মহিলাকে ধর্ষণের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১১ অক্টোবর ২০২৫ ০১:৩৪

খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। শুক্রবার গভীর রাতে বন্দরের নাদিয়াল থানা এলাকার বাগদি পাড়ার ঘটনা। ঘটনার তদন্তে নেমে শনিবার সকালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ মহিলাকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা মূক ও বধির। ঘটনার পরেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা এবং অভিযুক্ত নাদিয়ালের বাগদি পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযোগ পেয়ে তদন্তে শুরু করে পুলিশ। এর পরে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁকে পাকড়াও করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(কে) ধারায় এফআইআর দায়ের হয়েছে। অন‍্যদিকে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আজ, শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। ধৃতের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, শুধু কলকাতার নাদিয়াল থানা এলাকায় নয়। শুক্রবার রাতে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকেও গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী তাঁর সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে পাঁচ যুবক এসে তাঁদের পথ আটকায়। তার পরে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ।


Share