Transfer of IAS Officers

এসআইআর ঘোষণার মধ্যেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল, একদিনে ৫২৭ জন আমলার বদলি

১৭ জন সিনিয়র আইএসএস আধিকারিকের বদলির পাশাপাশি ২২ জন আইএএস অফিসারকে অতিরিক্ত জেলাশাসক এবং অন‍্যত্র বদলি করা হয়েছে। অন‍্যদিকে, ১০ জন আইএএস আধিকারিকে সাব-ডিভিশনাল অফিসার পদে পাঠানো হয়েছে।

রাজ‍্য প্রশাসনে বড়সড় রদবদলে সিলমোহর দিল নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০২:৫৯

আজ, সোমবার বিকেলে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি নির্বাচনমুখী রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার মোট ৬৪ জন আইএএস আধিকারিকের বদলিতে সিলমোহর দিয়েছে নবান্ন। একাধিক জেলায় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদে বদল আনা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থেকে অপসারন করা হয়েছে পূ্র্ণেন্দুকুমার মাঝিকে। তার জায়গায় এসেছেন ইউনিস রিশিন ইসমাইল। রিশিন ইসমাইল এর আগে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ছিলেন। উল্লেখ্য, পূর্ণেন্দু মাঝিকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করে। 

ঝাড়গ্রামের নতুন জেলাশাসক পদ থেকে সরানো হয়েছে সুনীল আগরওয়ালকে। সুনীলকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব করে। সুনীলের জায়গায় আকাঙ্খা ভাস্করকে ঝাড়গ্রামের জেলাশাসক করে পাঠিয়েছে নবান্ন। আকাঙ্খা এর আগে উত্তর ১৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক ছিলেন। 

আইএএস আধিকারিক রাজু মিশ্রকে শিল্প দফতরের বিশেষ সচিব থেকে কোচবিহারের জেলাশাসক পদে বদলি করা হয়েছে। কোন্থাম সুধীরকে পুরুলিয়ার জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। সুধীর এর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও ছিলেন। পুরুলিয়া জেলাশাসক রজত নন্দকে পর্যটন দফতরের ডিরেক্টর করেছে নবান্ন। 

অন‍্যদিকে, বীরভূমের জেলাশাসক পদে সরানো হয়েছে ডাব্লুবিসিএস অফিসার বিধানচন্দ্র রায়কে। বিধানের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ তুলেছিল বিজেপি। তাঁকে খাদ‍্য দফতরের বিশেষ সচিব পদে নিয়োগ করেছে নবান্ন। বিধানচন্দ্রের জায়গায় ধবল জৈনকে বীরভূমের জেলাশাসক পদে নিয়োগ করা হয়েছে। তিনি কলকাতা পুরসভার কমিশনার পদ ছিলেন। কলকাতা পুরসভার নতুন কমিশনার হলেন সুমিত গুপ্ত। এর আগে সুমিত দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ছিলেন। আইএএস আধিকারিক অরবিন্দকুমার মিনাকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে নবান্ন।

২০১০ ব‍্যাচের আইএএস আধিকারিক শশাঙ্ক শেঠিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক করা হয়েছে। তিনি এর আগে হিডকোর ম‍্যনেজিং ডিরেক্টর পদে ছিলেন। শরদকুমার দ্বিবেদীকে ওই জেলার জেলাশাসক থেকে সরিয়ে স্বাস্থ্য দফতরের সচিব পদে বদলি করা হয়েছে। এর পাশাপাশি, নতুন হিডকোর ম‍্যানেজিং ডিরেক্টর হয়েছেন রাজশ্রী মিত্র। রাজশ্রী এর আগে মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন।

মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেবেন নীতিন সিঙ্ঘানিয়া। তিনি এর আগে মালদহের জেলাশাসক ছিলেন। দার্জিলিংয়ের জেলাশাসক পদ থেকে সরিয়ে প্রীতি গুপ্তকে মালদহের দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হয়েছেন ২০১৫ ব‍্যাদের আইএএস আধিকারিক মনীশ মিশ্র। মনীশ এর আগে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

হুগলির জেলাশাসক মুক্তা আর্যকে সরিয়ে দিয়েছে নবান্ন। হুগলিতে নতুন জেলাশাসক হচ্ছেন খুরশিদ আলি কাদরি। খুরশিদ এর আগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ছিলেন। মুক্ত আর্যকে শিল্প দফতরের সচিব করা হয়েছে। খুরশিদের জায়গায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্বে এলেন বিজিন কৃষ্ণ। তিনি এর আগে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন।

কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমনিয়ম টি-কে দক্ষিণ দিনাজপুরের বদলি করেছে নবান্ন। তিনি এর আগে কালিম্পংয়ের জেলাশাসক ছিলেন। আবার জেলাশাসক নতুন জেলাশাসকের দায়িত্বে এলেন কুশুক ভূষণ। কুশুক পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে ছিলেন। এ ছাড়াও, গোদলাকিরণ কুমারকে মেদিনীপুর ডিভিশনের কমিশনার করেছে নবান্ন।

১৭ জন সিনিয়র আইএসএস আধিকারিকের বদলির পাশাপাশি ২২ জন আইএএস অফিসারকে অতিরিক্ত জেলাশাসক-সব অন‍্যত্র হিসেবে বদলি করা হয়েছে। অন‍্যদিকে, ১০ জন আইএএস আধিকারিকে সাব-ডিভিশনাল অফিসার পদে পাঠানো হয়েছে। 

বিকেলে দিল্লিতে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশন। তার আগে ৬৪ জন আইএএস আধিকারিকের বদলি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Share