Cyber Fraud

ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণা-হুমকি! গ্রেফতার ভবানীপুরে নামী ক্যাফের ম্যানেজার-সহ দুই

ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ জমিয়ে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। ধৃতের নাম, মারিয়াম খাতুন এবং রণপতি পাসওয়াস ওরফে অরুণ।

মারিয়াম খাতুন (বাঁ দিকে) এবং রণপতি পাসওয়াস ওরফে অরুণ (ডান দিকে)
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১১ এপ্রিল ২০২৫ ১২:০০

ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল খুলে আলাপ, তার পর ক্যাফেতে এসে অতিরিক্ত বিলের দাবি। চাহিদা মতো টাকা না দেওয়ায় প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। এর মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার একটি নামী ক্যাফের ম্যানেজার। আজ, শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক মহিলাও। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে।? 

জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে হুগলির সিঙ্গুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। ওই মহিলা তাঁকে দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে আসতে বলে। ওই মহিলা ক্যাফেতে খাবার অর্ডার করে। অভিযোগ, খাবার অর্ডার করে ওই মহিলা সেখান থেকে চম্পট দেয়। এর পরেই ওই ক্যাফে থেকে একটি বিল তাঁকে দেওয়া হয়। দাবি, সেই বিল দশ হাজার টাকার ওপরে। তাঁকে ক্যাফের থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করা হয়। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পর তিনি গত ২৩ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।? 

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শহরের বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ এর সঙ্গে জড়িত রয়েছে। পুলিশ জানতে পেরেছে, এই সব ক্যাফে এবং রেস্তোরাঁগুলি কিছু মহিলাকে নিয়োগ করে। তাঁদের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল তৈরি করায়। ওই মহিলারা অ্যাপের মাধ্যমে পুরুষের সঙ্গে আলাপ করে। কিছু দিন পরে এই ক্যাফে এবং রেস্তরাঁয় আসতে বলে। পুলিশের দাবি, সব কিছু আগে থেকেই ঠিক করা থাকত যে, কার থেকে কত টাকা নেওয়া হবে। সেই সব পুরুষরা সেখানে এলেই তাঁদেরকে বড় অঙ্কের টাকার বিল ধরিয়ে দেওয়া হত। না দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হত।? 

লালবাজারের তরফে জানা গিয়েছে, আজ, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারিয়াম খাতুন নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রণপতি পাসওয়াস ওরফে অরুণের নাম জানতে পারে। জানা গিয়েছে, রণপতি দক্ষিণ কলকাতার একটি নামী ক‍্যাফের ম্যানেজার। তাঁকে আজ সন্ধ্যা ৭টা নাগাদ গ্রেফতার করা হয়েছে। অরুণের কাছ থেকে তিনটি পস মেশিন, চারটি চেক বই, একটি মোবাইল, একটি রেজিস্টার, চারটি রেস্তোরাঁ বিল এবং একটি নোটবুক বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীকাল পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে আদালতে পেশ করা হবে।? 


Share