Kolkata Metro

বড়দিনে গভীর রাত পর্যন্ত মিলবে মেট্রো, ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবার ঘোষণা মেট্রোরেলের

বড়দিনে শহরবাসীর যাতায়াত স্বস্তিদায়ক করতে বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর। আগামী ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। গভীর রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১১:১২

বড়দিন উপলক্ষে মেট্রো যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল। আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ব্লু-লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে অতিরিক্ত ও দীর্ঘ সময় ধরে মেট্রো চলবে বলে জানানো হয়েছে।

মেট্রো জানিয়েছে, বড়দিনে ব্লু-লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। সেদিন শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। ছুটির দিনে মূলত ২৭২টি পরিষেবা পাওয়া যায়। কিন্তু ওই দিন ব্লু-লাইনে মোট ২২৪টি পরিষেবা (১১২টি আপ ও ১১২টি ডাউন) পাওয়া যাবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুপুর ২টো ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর মেট্রো চলবে।

ওই দিন প্রথম পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে (আগে ছিল ৬টা ৫৪ মিনিট)। এ ছাড়া, রাতের শেষ পরিষেবাগুলির সময়ও বাড়ানো হয়েছে, যা যাত্রীদের সুবিধা দেবে। ওই দিন যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো রেল। 

গ্রিন লাইনে বড়দিনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চলবে। সেখানে দৈনিক ২২৮টির পরিবর্তে ২০১টি মেট্রো পরিষেবা (১০১টি আপ ও ১০০টি ডাউন) যাত্রীরা পাবেন। এই করিডোরে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি ছ’মিনিট অন্তর মেট্রো চলবে। পাশাপাশি হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে একটি অতিরিক্ত পরিষেবা চালানো হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ২৫ ডিসেম্বর স্বাভাবিক নিয়মেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বড়দিনে শহরের ভ্রমণ ও উৎসবের আনন্দকে আরও সহজ ও নিরাপদ করতে এই বিশেষ ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন মেট্রো যাত্রীরা।


Share