Metro Halt For One Hour Due To Technical Snag

ফের গ্রিন লাইনে থমকে গেল মেট্রোর চাকা! ২৪ ঘন্টায় দ্বিতীয়বার, ঘন্টাখানেক বন্ধ থাকল পরিষেবা

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ আচমকাই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শিয়ালদহ এবং এসপ্লানেড স্টেশনের মাঝে বন্ধ থাকে পরিষেবা। এর জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

গ্রিন লাইনে মেট্রো বিভ্রাট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪

বুধবার বিশ্বকর্মা পুজোর দিন প্রায় মেট্রোর হাওড়া ময়দান-সেক্টর ফাইভ (গ্রিন লাইন) রুটে মেট্রোর চাকা থমকে যায়। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ওই রুটে থমকাল পরিষেবা। ঘন্টাখানেক হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলে। এর জেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ আচমকাই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শিয়ালদহ এবং এসপ্লানেড স্টেশনের মাঝে বন্ধ থাকে পরিষেবা। এর পরে প্রায় ১১টা পর্যন্ত মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাঙাপথে চলে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, গ্রিন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তাই ভাঙাপথে মেট্রো চালাতে বাধ্য হই। ১১টা ৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানান ওই কর্তা। এমন পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশও করেছে মেট্রো।

এ দিনের প্রায় এক ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অফিস টাইমে অনেকে স্টেশনে পৌঁছে জানতে পাবেন, পুরো পথে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। তারা সড়কপথেই অফিসের উদ্দেশ্যে রওনা দেন।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে মেট্রোর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইনে) রুটে কোনও না কোনও সমস‍্যা দেখা দিচ্ছে। তা সমাধান করতে নাজেহাল মেট্রোর কর্তারা। যদিও মেট্রোর ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) এবং নোয়াপাড়া-বিমানবন্দর (ইয়োলো লাইন)-এর পরিষেবা নিয়ে যাত্রীদের কোনও অভিযোগ ছিল না। গতকাল বুধবার আচমকাই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ১০টা নাগাদ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পরে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো ভাঙাপথে চলে। দুপুর ১টার পরে পরিষেবা স্বাভাবিক হয়। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের গ্রিনলাইনে ঘন্টাখানেক মেট্রো পরিষেবা বন্ধ থাকল।


Share