Metro Railway

আগামী সপ্তাহ থেকে বাড়ছে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা, হাওড়া ময়দান থেকে শেষ ট্রেন মিলবে কখন? বিজ্ঞপ্তি দিয়ে জানাল মেট্রো রেল

গ্রিন লাইনে বড় সুখবর! ১৫ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রো পরিষেবা ও সময়সীমা। রাত ১২টার পরও মিলবে ট্রেন। বাড়তি ট্রেন ও লেট-নাইট পরিষেবায় যাতায়াত হবে আরও সহজ, জানাল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:২০

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা এবং বাড়ানো হচ্ছে ট্রেন চলাচলের সময়ও। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গ্রিন লাইনে এখন থেকে ২২৬টির বদলে চলবে ২২৮টি ট্রেন। শনিবার ২০২ পরিষেবার পরিবর্তে চালু হবে ২০৪টি পরিষেবা এবং রবিবার ১০৪টির বদলে চলবে ১০৮টি মেট্রো।

নতুন সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো প্রতিদিন রাত ১২টা ০৫ মিনিটে ছাড়বে। এই শেষ ট্রেনটি সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলবে।

সোমবার থেকে শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানমুখী প্রথম মেট্রো আগের মতোই সকাল ৬টা ৩৯ মিনিটে ছাড়বে। তবে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সময় বদলে হবে সকাল ৬টা ৪৫ মিনিটে, যা আগে ছিল ৬টা ৩০ মিনিট। রাতের পরিষেবাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানমুখী শেষ মেট্রো এখন থেকে রাত ১টা ৫৫ মিনিটে ছাড়বে, যা আগে ৯টা ৪৭ মিনিটেই শেষ হয়ে যেত। হাওড়া ময়দান থেকেও শেষ ট্রেন ছাড়বে একই সময়ে রাত ১টা ৫৫-তে। এর পাশাপাশি রাত ২টা ০৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত একটি নতুন ট্রেন চালানো হবে।

রবিবারের পরিষেবাতেও যোগ হচ্ছে নতুন ট্রেন। সেদিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো আগের মতোই সকাল ৯টা ০২ মিনিটে ছাড়বে এবং হাওড়া ময়দান থেকেও সকাল ৯টায় প্রথম ট্রেন ছাড়বে। পাশাপাশি সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানমুখী একটি নতুন পরিষেবা চালু হবে সকাল ৯টায়। শেষ ট্রেনের সময় একইভাবে বাড়ানো হয়েছে—সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান উভয় দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১টা ৫৫ মিনিটে, এবং রাত ২টা ০৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চালানো হবে একটি বিশেষ পরিষেবা।

পরিষেবা সংখ্যা এবং সময় দু’দিকেই বাড়ানোর ফলে যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।


Share