Metro Rail

লাইনে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবা, বাড়ছে ভিড় বিভিন্ন স্টেশনে

আপাতত ভাঙা পথে চলছে মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।

লাইনে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবা।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
  • শেষ আপডেট:৩০ জুন ২০২৫ ১০:২৫

সপ্তাহের প্রথম কাজের দিনে বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। আপাতত ভাঙা পথে পরিষেবা চালু রয়েছে। মেট্রো জানিয়েছে, আপ লাইনে জল জমে থাকার দরুন ট্রেন এগোনো সম্ভব হচ্ছে না। আপাতত মেট্রো পরিষেবা ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। অন্য দিকে, দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত একাধিক মেট্রো বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ব্যস্ত সময়ে এই মেট্রো বিভ্রাট ঘটায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। বিভিন্ন স্টেশনে ভিড়ও ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে, ময়দান স্টেশনে ভিড়ের চাপে চলন্ত সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর স্টেশনে সবকটি টিকিট কাটার মেশিন বন্ধ রয়েছে। এর ফলে টিকিট কাটার লাইন বেড়েই চলেছে।

এর আগে গত শনিবার বিকেলে উত্তর-দক্ষিণ মেট্রো (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-র সুড়ঙ্গে ট্র্যাকের মাঝের নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। দমদমমুখী মেট্রোর লাইনে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে এই বিপত্তির জেরে দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত পরিষেবায় বিঘ্ন ঘটে।

সেই সময় মেট্রো জানিয়েছিল, যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে দু’টি ট্র্যাকের মাঝের অংশে কংক্রিটের নিকাশি নালা আচমকা জলে ভরে ওঠে। জলের পাইপ ফেটে গিয়ে ওই বিপত্তি ঘটে। ওই নিকাশি নালা প্লাবিত হলে মেট্রোর বিদুৎবাহী থার্ড রেল ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বড় বিপত্তির আশঙ্কা থাকে। তাই মেট্রো চলাচলের সাধারণ বিধি মেনে শনিবার সঙ্গে সঙ্গে পরিষেবা বন্ধ করা হয়। এর পরে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির কাজে হাত লাগান মেট্রোকর্মী এবং আধিকারিকেরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


Share