Metro Rail

ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাট, টালিগঞ্জ স্টেশনে ঢোকার আগে খারাপ হল রেক, একঘন্টার ভাঙা পথে ট্রেন চলাচল

আরপিএফ কর্মীদের সহায়তায় ঘটনার পরে মেট্রোয় থাকা যাত্রীরা থার্ড রেল ধরে ফিরে আনা হয়। প্রায় একঘন্টার বেশি সময়ে মেট্রো ভাঙা পথে চলাচল করে। পরিষেবা চালু ছিল দক্ষিণেশ্বর এবং দমদম থেকে ময়দান পর্যন্ত।

ফের মেট্রো বিভ্রাট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬

ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, আপ লাইনে মহানায়ক উত্তমকুমার স্টেশনের আগে একটি রেক খারাপ হয়ে গিয়েছিল। ফলে মাঝপথেই মেট্রোয় থাকা যাত্রীদের ট্রেন থেকে নেমে ফিরে আসতে হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ভাঙা পথে ট্রেন চলাচল করে। মেট্রো সূত্রের খবর, বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। 

রবিবার সকালের দিকে আপ লাইনে মহানায়ক উত্তমকুমার স্টেশন ঢোকার আগে একটি রেক বিকল হয়ে পড়ে। মেট্রো রেল সূত্রের খবর, ওই স্টেশনে ঢোকার আগে আচমকাই ট্রেনের ইমার্জেন্সি ব্রেক লেগে যায়। ফলে ট্রেন মাঝপথেই থমকে যায়। মেট্রো সূত্রে এ-ও জানা গিয়েছে, চালকের কোনও গাফিলতি ছিল না। মেট্রোর রেকে গোলোযোগ ছিল বলেই মনে করা হচ্ছে। মহানায়ক উত্তমকুমার স্টেশনে ট্রেন ক্রসিং করে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব‍্যবস্থা থাকলেও ম‍্যানুয়ালি ঠিক করতে মেট্রোর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। 

আরপিএফ কর্মীদের সহায়তায় ঘটনার পরে মেট্রোয় থাকা যাত্রীরা থার্ড রেল ধরে ফিরে আনা হয়। প্রায় একঘন্টার বেশি সময়ে মেট্রো ভাঙা পথে চলাচল করে। পরিষেবা চালু ছিল দক্ষিণেশ্বর এবং দমদম থেকে ময়দান পর্যন্ত। দুপুর ১টা নাগাদ ফের মেট্রো চলাচল পুনরায় স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

ছুটির দিন হলেও শীতের সকালে মেট্রোয় যাত্রীদের ভিড় রয়েছে। শহরতলি থেকে যাত্রীদের গন্তব্যে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান। মেট্রো বিভ্রাটের জেরে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। 


Share