Metro Rail

পুজো কাটতেই ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যালে সমস্যা, এক ঘন্টা পরে অন‍্য প্লাটফর্ম থেকে ছাড়ল মেট্রো

দুর্গাপুজোতে লক্ষাধিক মানুষ মেট্রো ব‍্যবহার করেছেন। দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর তিনদিন সারা রাত মেট্রো পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৭ অক্টোবর ২০২৫ ১২:৩৪

পুজো শেষ। মঙ্গলবার বেশিরভাগ বেসরকারি অফিসগুলি থেকে খুলে গিয়েছে। তার মধ্যেই মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হল যাত্রীদের। মেট্রো সুত্রের খবর, অফিসটাইমে দক্ষিণেশ্বরে ডাউন লাইনে সিগন্যালে সমস্যা হয়েছে। এর জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়। প্রায় দেড় ঘণ্টা পরে মেট্রো চলাচল শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ব্লু-লাইন মেট্রোর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে সিগন্যালে সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বরে এমন সমস্যা দেখা দেয়। যান্ত্রিক ত্রুটি সারাতে মেট্রোর কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। এই সময় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলাচল করে।

এ দিন যাত্রীরা ডাউন প্ল্যাটফর্মে স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রোয় ওঠেন। প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও গাড়ি না ছাড়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পরে মেট্রো ঘোষণা করে যে সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে বলে। প্রায় সাড়ে ১১টা নাগাদ জানা যায়, ডাউন প্ল্যাটফর্মে যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে তা যাবে না। শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার জন্য পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠতে বলা হয়। সাড়ে ১১টার পরে একটি মেট্রো শহিদ ক্ষুদিরামের দিকে রওনা হয়। এর জেরে অফিসযাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।

উল্লেখ্য, দুর্গাপুজোতে লক্ষাধিক মানুষ মেট্রো ব‍্যবহার করেছেন। দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর তিনদিন সারা রাত মেট্রো পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিনগুলিতে একটিও মেট্রো বিভ্রাটের অভিযোগ সামনে আসেনি।


Share