Metro Rail

ফের মেট্রো বিভ্রাট! টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মিলছে না পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

বৃহস্পতিবার সকাল ১০টার আগে থেকে মেট্রোতে বিভ্রাট দেখা দিয়েছে। কী কারণে এই বিপত্তি, তা স্পষ্ট নয়।

ফের মেট্রো বিভ্রাট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৮ আগস্ট ২০২৫ ১২:০৬

বৃহস্পতিবার সকালের ফের মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার) থেকে ব্রিজি (শহিদ ক্ষুদিরাম) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সকাল ১০টার আগে থেকে এই সমস‍্যার জেরে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। কী কারনে এই বিপত্তি, তা স্পষ্ট নয়। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে।

কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারের ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্টেশনে রক্ষণাবেক্ষণ কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে বর্তমানে মেট্রোর ‘ব্লু-লাইন’ (দক্ষিণেশ্বর-কবি সুভাষ)- এর প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। সেখান পর্যন্ত পরিষেবা না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে মেট্রোযাত্রীদের। উল্লেখ্য, ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষ মেট্রো স্টেশনের উদ্বোধন করেছিলেন।

সোমবার থেকে ‘ব্লু-লাইন’-এ কিছু মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনের বদলে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাচ্ছে। কোন কোন মেট্রো টালিগঞ্জ পর্যন্ত চলছে তা নিয়ে কোনও সূচি মেট্রো প্রকাশ করেনি। মেট্রোর দাবি, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে আপ এবং ডাউন লাইন পরিবর্তনের ব‍্যবস্থা নেই। তাই পরিষেবা ব্যাহত হচ্ছে। ওই স্টেশনে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার জন্য লাইন পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। আগে নিয়ে গিয়ে লাইন পরিবর্তন করতে হচ্ছে। ফলে একই লাইনে পর পর দাঁড়িয়ে পড়ছে ট্রেন। সেটা থেকে রেহাই পেতে টালিগঞ্জ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে।

তবে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জানা যায়, প্রায় আধ ঘণ্টা ধরে কোনও পরিষেবাই মিলছে না টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। কী কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

কলকাতা মেট্রোর বর্তমানে যতগুলি লাইন চালু রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্লু-লাইন। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট সম্পূর্ণ চালু হয়ে যাওয়ার পরে ব্লু লাইনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে স্বল্প সময়ে হাওড়া বা শিয়ালদহ পৌঁছে যাওয়া যায় এসপ্ল্যানেড হয়ে। কিন্তু ভাঙা পথে পরিষেবা চালু থাকার ফলে ওই স্টেশনগুলির যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ছেন।


Share