Tangra Death

গাড়ি পার্কিং করা নিয়ে বচসা থেকে হাতাহাতি, মৃত প্রৌঢ়! ট‍্যাংরায় আটক দুই

জানা গিয়েছে, নিহত প্রৌঢ়ের নাম অরুণ গুপ্ত (৪৮)। ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা তিনি। অরুণ গুপ্ত কেরোসিন এবং ইঞ্জিনের তেল বিক্রি করতেন। বাড়িতেই দোকান ছিল তাঁর।

আজ ট‍্যাংরায় এখানেই ঘটনাটি ঘটেছে।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট:০৫ এপ্রিল ২০২৫ ১২:০০

বাড়ির সামনে গাড়ি পার্কিং করা নিয়ে শুরু হয়েছিল বচসা। ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক প্রৌঢ়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের নাম অরুণ গুপ্ত (৪৮)। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ খাস কলকাতার ট্যাংরায় ঘটনাটি ঘটেছে। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।? 

জানা গিয়েছে, ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা অরুণ কেরোসিন এবং গাড়ির ইঞ্জিনের তেল বিক্রি করতেন। নিজের বাড়িতেই দোকান ছিল। অরুণ নিজস্ব মোটরসাইকেলে করে বিক্রির জন্য তেল কিনে আনতেন। অভিযোগ, শনিবার দুপুর ৩টে নাগাদ গৌরব শাহ এবং আরিয়ান শাহ নামে দুই যুবক অরুণের দোকানের সামনে গাড়ি রাখতে গিয়েছিলেন। তখনই গাড়ি রাখা নিয়ে অরুণের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তাঁদের। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে বচসায় যোগ দেন গৌরব ও আরিয়ানের ভাই রাজেশ শাহ এবং রবি শাহ নামে আরও দুই যুবক।? 

এর পরই বচসা গড়ায় হাতাহাতিতে। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন অরুণ গুপ্ত নামে ওই প্রৌঢ়। তাঁকে প্রথমে ঘরে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিছু ক্ষণ পর পরিজনেরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসতেই দুই অভিযুক্ত রাজেশ এবং রবিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।? 

এ দিন এক প্রত্যক্ষদর্শী বলেন, “অভিযুক্ত যুবকেরা সবাই স্থানীয়। ওরা প্রতিদিন ওখানেই গাড়ি পার্কিং করে। আজ ওরা তাড়াতাড়ি চলে এসেছিল। অরুণবাবুর সঙ্গে ঝগড়া হয়েছে। পরে হাতাহাতিও হয়েছে।”? 


Share