Rape Allegation

প্রিন্সেপ ঘাটে নৌকায় তরুণীকে ধর্ষণ, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক

সমাজমাধ্যমে দু’জনের পরিচয়। তাঁরা নৌকা করে গঙ্গাবক্ষে ঘুরতে গিয়েছিলেন। নৌকার মধ‍্যেই ধর্ষণ করা হয়ছে বলে অভিযোগ।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:৩১ আগস্ট ২০২৫ ০৮:৪২

গঙ্গা বেড়ানোর নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়। সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। এর পরেই তাঁরা নৌকা গঙ্গাবিহারে যান। সেখানেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, গত মার্চ মাসে এই ঘটনার সূত্রপাত। অভিযুক্ত যুবকের সঙ্গে সমাজমাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয়। তার পর থেকে দীর্ঘ ক্ষণ ধরে চ‍্যাটে গল্প করতেন। তার পরে ফোন নম্বর আদানপ্রদান হয়। শুরু হয় গল্প। বন্ধুত্ব আরও বাড়তে থাকলে দু’জনে দেখা করার সিদ্ধান্ত নেন। ঠিক হয়, দু’জনে প্রিন্সেপ ঘাটে দেখা করবেন। এর পরেই তাঁরা গঙ্গায় নৌকাবিহারে যান।

নির্যাতিতা তরুণীর দাবি, সেদিনই তাঁরা প্রথম দেখা করেন। এর পরেই তাঁরা গঙ্গাবক্ষে নৌকা করে ঘুরতে বেরিয়ে পড়েন। ওই নৌকায় তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তরুণী। নির্যাতিতা তরুণী পুলিশকে এ-ও জানিয়েছেন, মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখিয়ে টাকাও চাওয়া হয়েছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দিত অভিযুক্ত যুবক।

এর পরেই নেতাজি নগর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুরু হয় তদন্ত। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। অবশেষে রবিবার তাঁকে গ্রেফতার করে। মার্চের ঘটনা ঘটার পর অন্তত ছ’মাস পরে অভিযোগ করা হয়েছে, সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এ দিন অভিযুক্তকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।


Share