Congress Leader Threatened

প্রদেশ কংগ্রেস নেতার মাকে ৫০ লক্ষ টাকা তোলা চেয়ে চিঠি, না-দিলে কপালে গুলি করে খুনের হুমকি, কমিশনারের কাছে নালিশ

আরজি কর মেডিকেলের ঘটনার প্রসঙ্গ টেনে আশুতোষবাবু আরও বলেন, “আমার মা ঘটনাচক্রে আরজি কর মেডিকেল থেকে পড়াশুনা করেছেন। আমি চাই না এমন ঘটনা আর কারোর সঙ্গে ঘটুক।” কংগ্রেস নেতার দাবি, এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা হোক।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের মাকে হুমকি চিঠি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১১:১৪

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের মাকে ৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি। না দিলে মাথায় গুলি করে খুনের হুমকি! অভিযোগ, দশ দিনের মধ্যে টাকা দিতে বলা হয়েছে। এমনকি না দিলে ধর্ষণ করারও হুমকি দেওয়া হয়েছে। সেই মর্মে কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মাকে চিঠি দিয়েছেন আশুতোষ।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের অভিযোগপত্র অনুযায়ী, তাঁর মা ডালিয়া চট্টোপাধ্যায় গত ২৭ অক্টোবর তিনি একটি চিঠি পান। অভিযোগ, সেই চিঠিতে অজ্ঞাত পরিচয় কেউ চিকিৎসক ডালিয়া চট্টোপাধ্যায়কে বলছেন, দশ দিনের মধ্যে ৫০ লক্ষ টাকা দিতে হবে। না-দিলে মাথায় গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ধর্ষণের হুমকিও। এমনকি মায়ের সামনে ছেলে প্রদেশ কংগ্রেস নেতা অশুতোষবাবুকে খুন করারও অভিযোগ দেওয়া হয়েছে।

এই মর্মে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মাকে লিখিত ভাবে জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেন, “আমি গতকাল রাতে ঠাকুপুকুর থানায় যাই। সমস্ত নথি-সহ আমি থানায় জানিয়েছি। কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মার সঙ্গেও ফোনে কথা হয়েছে।” 

আরজি কর মেডিকেলের ঘটনার প্রসঙ্গ টেনে আশুতোষবাবু আরও বলেন, “আমার মা ঘটনাচক্রে আরজি কর মেডিকেল থেকে পড়াশুনা করেছেন। আমি চাই না এমন ঘটনা আর কারোর সঙ্গে ঘটুক।” কংগ্রেস নেতার দাবি, এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা হোক। 


Share