Santragachi Traffic

কমবে দুর্ভোগ, হবে সাঁতরাগাছিতে ছ’লেনের এলিভেটেড করিডর, জারি হল গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা

হাওড়ার সাঁতরাগাছিতে হবে এলিভেটেড করিডর। তার জন্য পণ্যবাহী গাড়ির রুট বদল করা হয়েছে। শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়েছে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট।

কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মা (বাঁ দিকে) এবং প্রবীণকুমার ত্রিপাঠী (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৮ আগস্ট ২০২৫ ০১:০০

কোনা এক্সপ্রেসওয়েতে হবে এলিভেটেড ছ’লেনের রাস্তা। সেই কাজের জন্য সাঁতরাগাছি ব্রিজে তৈরি হচ্ছে যানজট। শুক্রবার সেই একাধিক নির্দেশিকা দিল কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট। তাঁরা জানিয়েছে, আগামী ১০ অগস্ট থেকে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঘুরপথে কলকাতায় আসতে হবে।

সাঁতরাগাছিতে পিলার পাইলিংয়ের কাজ শুরু করেছে আরভিএনএল এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই কাজের জন্য ব‍্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভারী মালবাহী গাড়ি সঙ্গে ছোট গাড়ির চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে ভারী মালবাহী লরির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। এখন যে ভারী মালবাহী গাড়ি দূর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় প্রবেশ করত তা এখন থেকে আর ওই রাস্তা ব‍্যবহার করতে পারবে না। সেই সমস্ত গাড়িগুলি ডানকুনির মাইতিপাড়া থেকে নিবেদিতা সেতু দিয়ে ডানলপে যাবে। সেখান থেকে বিটি রোড হয়ে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার দিকে আসবে।

শুক্রবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানান, “যে পরিমাণ যানজট তৈরি হচ্ছে তা কোনও মতেই সামলানো সম্ভব হচ্ছে না। আমরা কলকাতা পুলিশ এবং ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে অনেক বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ছোট এবং মাঝারি মালবাহী গাড়িগুলিকে দুপুরের দিকে ছাড়া হত তাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাকাল এবং দুপুরের দিকে বিটি রোডে অতিরিক্ত যানবাহনের সংখ্যা থাকে। তাই রাতের দিকেই এই মালবাহী গাড়ি চলাচল করবে। এ নিয়ে কলকাতার ডেপুটি কমিশনার (ট্রাফিক) শ্রীকান্ত জগন্নাথরাও বলেন, “ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করা হয়েছে। রাত ১১টা থেকে ভারী পণ্যবাহী যানবাহন কলকাতার দিকে আসতে এবং যেতে পারবে। সকাল ৬টা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে”।

তবে ডানলপ এবং বিটি রোডের যানজট সৃষ্টি হলে ব‍্যরাকপুর পুলিশ কমিশনারেট গাড়িগুলিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিয়ে ঘুরিয়ে দিতে পারবে। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মা বলেন, “আমরা এই সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে কথা বলেছি। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এবং ব‍্যবসায়ীদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন কলকাতা পুলিশের প্রধান মনোজকুমার বর্মা। 

কতদিন এ ভাবে মালবাহী গাড়ি চলাচল করবে, তা নির্দিষ্ট করে জানাননি হাওড়া সিটি পুলিশের কমিশনার। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


Share