Rajabazar Incident

রাজাবাজারে আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে পর পর কোপ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, তদন্তে পুলিশ

রবিবার সন্ধ্যায় রাজাবাজার মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তির নাম মজিদ আখতার। তিনি পেশায় আইনজীবী।

জখম ব‍্যাক্তির নাম মজিদ আখতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ আগস্ট ২০২৫ ১২:১৭

ভরসন্ধ্যায় আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। রবিবার রাজাবাজারে ঘটনাটি ঘটেছে। জখম ব‍্যাক্তির নাম মজিদ আখতার। তিনি পেশায় আইনজীবী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

রবিরার ৯টা নাগাত রাজাবাজার মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মজিদ আখতার (৩৫) পেশায় আইনজীবী। তিনি ব‍্যাঙ্কশাল আদালতে আইনের প্রাকটিস করেন। এ দিন তিনি নিজের বাড়িতে ঢুকছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী তাঁর দিকে আসে। এর পরেই ধারালো অস্ত্র দিয়ে পর পর কোপ মারে বলে অভিযোগ। পুলিশ সুত্রের খবর, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। মজিদের মাথা, ঘার এবং হাতে গুরুতর আঘাত রয়েছে। এনআরএস হাসপাতালের ইমার্জেন্সিতে তাঁর চিকিৎসা চলছে।

রবিবারের দিনে এমনিতেই রাস্তাঘাট ফাঁকা। রাজাবাজারের ঘটনাস্থলও অন‍্যদিনের তুলনায় ফাঁকাই ছিল। তারই সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে ঢোকার সময় মজিদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে পরিবার। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মজিদ মাটিতে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয়েরা। তাঁরাই পরিবারের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী এনআরএস ‍মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে  যায়।

কী কারনে হামলা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলা হচ্ছে। এই হামলার নেপথ্যে পেশাগত কারন নাকি অন্য অন‍্য কোনও কারন তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


Share