Special Intensive Revision

মৃত, ভুয়ো ভোটার বাদের তালিকায় শীর্ষে কলকাতা! শেষের তালিকায় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুর, কোন কেন্দ্রে কত বাতিল?

তালিকার সবার শেষে রয়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র থেকে বাদ পড়েছে ৫ হাজার ৬৭৮ জন। বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত রয়েছে ৩ হাজার ৪৫৫ জন। ভুয়ো ভোটার রয়েছে ১ হাজার ৪৩ জন। তালিকায় নদিয়ার করিমপুর কেন্দ্রের কম নাম বাদ পড়েছে। ওই কেন্দ্রে বাদ পড়েছে ৬ হাজার ৫৫৯ জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৯:০২

রাজ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৫৪ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। তার তালিকায় প্রথম ১০-এ স্থান পেয়েছে কলকাতার একাধিক কেন্দ্র। একটি রয়েছে হাওড়ার বিধানসভা কেন্দ্র। তালিকার শেষে স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুরের বিধানসভা কেন্দ্র।

নির্বাচন কমিশনের তথ‍্য অনুযায়ী, কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্র বাদের তালিকায় প্রথমে রয়েছে। প্রথম স্থানে রয়েছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। ওই বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৭৪ হাজার ৫১০ জনের নাম। ওই কেন্দ্রে মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে যথাক্রমে ১৩ হাজার ৭৪২ এবং ৩৫ হাজার ২৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র মৃত ভোটার ১৫ হাজার ৪৫৫ এবং ভুয়ো ভোটার ৩৭ হাজার ১৯৩ জন। সব মিলিয়ে জোড়াসাঁকো কেন্দ্র থেকে বাদ পড়েছে ৭২ হাজার ৮৯৯ জন।

নির্বাচন কমিশনের তৃতীয় স্থানে রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। ওই বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৬৫ হাজার ১৬৫ জনের নাম। ওই কেন্দ্রে মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৭৩ এবং ২৪ হাজার ৯১ জন।

চতুর্থ স্থানে রয়েছে কলকাতার মেয়র তথা রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর। ওই বিধানসভা কেন্দ্রের মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে ১৩ হাজার ৫৪৬ এবং ১৮ হাজার ৯৭৩ জন। সব মিলিয়ে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৬৩ হাজার ৭১৭ জনের নাম।

প্রাকাশিত তালিকার ছ’নম্বরে স্থান পেয়েছে পরেশ পালের বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। ওই বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৫৬ হাজার ৪৯৩ জনের নাম। ওই কেন্দ্রে মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে যথাক্রমে ২১ হাজার ৭১২ এবং ৬ হাজার ৯৮২ জন।

সপ্তম স্থানে রয়েছে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর-বেলগাছিয়া। ওই বিধানসভা কেন্দ্রের মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে যথাক্রমে ১৮ হাজার ৩২৯ এবং ১৬ হাজার ৫৮৯ জন। সব মিলিয়ে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৫৩ হাজার ৩৬৫ জনের নাম।

অষ্টম স্থানে রয়েছে শ‍্যামপুকুর কেন্দ্র। ওই কেন্দ্রের বিধায়ক শশী পাঁজা। তিনি রাজ্যের নারী কল্যাণ দফতরের মন্ত্রী। তাঁর কেন্দ্র থেকে বাদ গিয়েছে ৪২ হাজার ৩০৪ জন। ওই বিধানসভা কেন্দ্রের মৃত এবং ভুয়ো ভোটার রয়েছে যথাক্রমে ৪২ হাজার ৯৩৭ এবং ৮ হাজার ৮২২ জন।

নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় পঞ্চম রয়েছে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্রে মৃত ভোটার রয়েছে ১৬ হাজার ১৭১ জন। ভুয়ো ভোটার যাদের কোনও খোঁজ মেলেনি এমন ভোটার রয়েছে ১৫ হাজার ৯১৩ জন। সব মিলিয়ে ওই বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে ৬০ হাজার ৪৩৫ জনের নাম।

অন‍্যদিকে, বাদ পড়ার তালিকায় পূর্ব মেদিনীপুর জেলা সবার নীচে রয়েছে। ওই জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৬ হাজার ৪১৮ জনের নাম। তার পরে রয়েছে নন্দকুমার বিধানসভা কেন্দ্র। ওই বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে ৬ হাজার ৬৫১ জনের নাম। তার পরে রয়েছে ভগবানপুর বিধানসভা কেন্দ্র। ভগবানপুরের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৬ হাজার ৮৫৩ জন। 

এ ছাড়াও, তালিকার সবার শেষে রয়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র থেকে বাদ পড়েছে ৫ হাজার ৬৭৮ জন। বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত রয়েছে ৩ হাজার ৪৫৫ জন। ভুয়ো ভোটার রয়েছে ১ হাজার ৪৩ জন। তালিকায় নদিয়ার করিমপুর কেন্দ্রের কম নাম বাদ পড়েছে। ওই কেন্দ্রে বাদ পড়েছে ৬ হাজার ৫৫৯ জন। 


Share