X-mas

বড়দিনে পার্ক স্ট্রিটে কড়া নিরাপত্তা, যান চলাচলে বিশেষ বিধিনিষেধ কলকাতা পুলিশের

বড়দিনের উৎসবে প্রতি বছরই মানুষের ঢল নামে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। এ বছর কড়া নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিকেল চার'টে থেকে ২৫ ডিসেম্বর ভোর চার'টে পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পার্ক স্ট্রিট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৪:০৪

বড়দিনের উৎসবে প্রতি বছরই পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় মানুষের ঢল নামে। এ বছর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কথা মাথায় রেখেই আগেভাগে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার বর্মার বিবৃতি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর বিকেল চার'টে থেকে ২৫ ডিসেম্বর ভোর চার'টে পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ে পার্ক স্ট্রিট ও ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ির চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। বৃহস্পতিবার বিকেল চার'টে থেকে আবার এই নিয়ম কার্যকর হবে, কতক্ষণ তা চলবে সে সিদ্ধান্ত নেবেন ডিসি (ট্রাফিক)।

পুলিশ জানিয়েছে, রাতভর ভিড়ের কারণে এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্র্যান্ড রোড ধরে পূর্বমুখী এবং ধর্মতলা হয়ে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শেক্সপিয়র সরণি (পূর্ব থেকে পশ্চিম), হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর) এবং ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ) থাকবে ওয়ান ওয়ে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে গাড়ি ঢুকতে পারবে না। পাশাপাশি পার্ক স্ট্রিট–রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে ডান দিকে মোড় নেওয়া নিষিদ্ধ থাকবে।

পরিস্থিতি অনুযায়ী বুধবার যে কোনও সময় ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে। বৃহস্পতিবার শুধুমাত্র পূর্বমুখী গাড়িকে হো চি মিন সরণি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। প্রয়োজনে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ জারি হতে পারে।

যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক রাস্তাকে ‘নো পার্কিং জ়োন’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও উড স্ট্রিট।

এ ছাড়া বড়দিন উপলক্ষে ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক ও নিউ মার্কেট এলাকায় পার্কিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি হতে পারে।

নিরাপত্তা জোরদার করতে পার্ক স্ট্রিট এলাকায় অতিরিক্ত এক হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হবে। ডেপুটি কমিশনার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিকরা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, এসবি, মহিলা পুলিশ, ওয়াচ টাওয়ার, ড্রোন, কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্স পরিষেবাও থাকবে।

ভিড় নিয়ন্ত্রণে পথচারীদের জন্যও ওয়ান ওয়ে ব্যবস্থা করা হয়েছে। এক দিক দিয়ে পার্ক স্ট্রিটে ঢুকে অ্যালেন পার্ক পর্যন্ত হেঁটে যাওয়ার পর অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। সদ্য যুবভারতীতে লিওনেল মেসির কর্মসূচিতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। তাদের আশা, ওয়ান ওয়ে ব্যবস্থা ও বাড়তি নজরদারির ফলে বড়দিনে পার্ক স্ট্রিটে উৎসব নির্বিঘ্নেই সম্পন্ন হবে।


Share