Kolkata Municipal Corporation

শুনানির আগে নথি পেতে সাহায্য করবে কলকাতা পুরসভা, আবেদন করলে মিলবে জন্ম ও মৃত‍্যুর শংসাপত্র

সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করেছিলেন। তার পরে সন্ধ্যার আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, যাদের নাম ওঠেনি বা বাদ গেছে এমন একাধিক পৃথক ইস্যুতে এসআইআর-র যে শুনানি হবে, তার জন্য তাঁদের বেশ কিছু নথিপত্র লাগবে। তা তৈরিতে সহায়তা করবে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

শুনানির আগে এসআইআর-এর জন্য প্রয়োজনীয় নথি পেতে সাহায্য করবে কলকাতা পুরসভা। 'ডোমিসাইল' শংসাপত্র দেবে কলকাতা পুরসভা। বয়স্কের জন্য শংসাপত্রের ব্যবস্থা করবে পুরসভার বোরো অফিসগুলি। জন্ম এবং মৃত‍্যু শংসাপত্রের জন্য পুরসভাতেই ২০টি কাউন্টার থাকবে। নথি সমেত আবেদন করলেই মিলবে  ও জন্ম এবং মৃত্যুর শংসাপত্র। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করেন। তার পরে সন্ধ্যার আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন, যাদের নাম ওঠেনি বা বাদ গিয়েছে, একাধিক পৃথক ইস্যুতে এসআইআর-র যে শুনানি হবে, তার জন্য তাঁদের বেশ কিছু নথি লাগবে। সেই নথি তৈরির ক্ষেত্রে সাহায্য করবে কলকাতা পুরসভা। তবে তার সাপেক্ষে প্রয়োজনীয় নথি তাঁদের দেখাতে হবে। 

সোমবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদের বৈঠক ডাকা হয়েছিল। আর এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘ডোমিসাইল’ শংসাপত্র দেবে কলকাতা পুরসভা। যেটা এতদিন দেওয়া হত টাউন হল থেকে, সেটা এ বার কলকাতা পুরসভার নিউ মার্কেটের প্রধান কার্যালয় থেকে দেওয়া হবে। এমনকি, বয়স্ক মানুষ যারা আসতে পারবেন না, তাঁরা পুরসভার বোরো অফিসে জমা করবেন। বোরো অফিস থেকে সমস্ত কাগজ নিয়ে আসা হবে প্রধান কার্যালয়ে। ‘ডোমিসাইল’ শংসাপত্র মূলত সরকারি আমলা দিয়ে থাকেন। প্রধান কার্যালয়ে সেই কাজ শেষ করে পুনরায় তা বোরো অফিসে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন আবেদনকারীরা।

দ্বিতীয় যে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হল, জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের বিষয়ে। যারা নতুন জন্মেছে, গত এক বছরের মধ্যে, সেগুলি আলাদা। কিন্তু যাদের পুরনো তথ্য দরকার রয়েছে, তাঁদের সহায়তা করতে কলকাতা পুরসভাতেই ২০টি কাউন্টার করা হচ্ছ। কারও বাবা বা মায়ের মৃত্যুর শংসাপত্র, কারও দরকার হচ্ছে যে জন্মের শংসাপত্র, অর্থাৎ যারা পুরনো রয়েছে, তাঁদের ক্ষেত্রেও সাহায্য করবে কলকাতা পুরসভা।

আগামী দুই-তিন দিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের স্পষ্ট বক্তব্য, এসআইআর-এর ক্ষেত্রে, যে নথিপত্র লাগবে, তাতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার যাতে না হয়, সেই জন্যই কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে।


Share