Kolkata Municipal Corporation

অফিস পাড়ার জলের সমস্যা দূর করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা, চলতি মাসের শেষের দিকেই কাজ শুরু করার প্রতিশ্রুতি

কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিবাদী বাগ, বড়বাজার, চিনা বাজার, ব্রেবোর্ন রোড, বনফিল্ড লেন, সায়নাগো স্ট্রিট, চুরা মার্কেট–সহ অফিসপাড়ায় মাটির নীচে জলের পাইপের অনেকাংশেই ফাটল ধরেছে। কারণ পাইপগুলো যথেষ্ট পুরোনো।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৫:৫৩

বিবাদী বাগ, বড়বাজার, চিনা বাজারের মতো অফিস এলাকায় পরিস্রুত পানীয় জলের সমস্যা দূর করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে মাটির নীচে জলের পাইপ বদলানোর ব্যবস্থা করা হবে। মধ্য কলকাতার এই ব্যস্ত অফিসপাড়ায় শহরে কাজ করতে আসা ভিনরাজ্যের বহু শ্রমিক বসবাসও করেন। অথচ পানীয় জল নিয়ে সেখানে সমস্যা দীর্ঘদিনের।

কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিবাদী বাগ, বড়বাজার, চিনা বাজার, ব্রেবোর্ন রোড, বনফিল্ড লেন, সায়নাগো স্ট্রিট, চুরা মার্কেট–সহ অফিসপাড়ায় মাটির নীচে জলের পাইপের অনেকাংশেই ফাটল ধরেছে। কারণ পাইপগুলো যথেষ্ট পুরোনো। এর ফলে ওই পাইপ দিয়ে পূর্ণ বেগে জল পাঠানো যায় না। জলের চাপে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মধ্য কলকাতার ওই এলাকাগুলোয় জলের চাপ বেশ কম। নতুন পাইপ বসানোর কাজ জানুয়ারির শেষদিকে শুরু করার পরিকল্পনা রয়েছে। গ্রীষ্মের মরশুম শুরুর আগে এই কাজ শেষ করতে চায় পুরসভা।

তবে ভূগর্ভস্থ পাইপ পাল্টানোর কাজে হাত দেওয়ার আগে কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে আলোচনা করতে চান পুর আধিকারিকরা। কারণ মাটি খুঁড়ে কাজের সময়ে একাধিক রাস্তায় যানজটের সমস্যা হতে পারে। কলকাতা পুলিশের সদর কার্যালয় লালবাজারও এই এলাকায়। তাই পুর আধিকারিকরা কাজ শুরুর আগে কলকাতা পুলিশের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) চায়।

পুরসভার ডিসেম্বরের অধিবেশনে ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার সন্তোষ কুমার পাঠক অফিসপাড়ার এই জল সমস্যার প্রসঙ্গ তুলেছিলেন। তখনই তাঁকে মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


Share