KMC

শহরে ভূগর্ভস্থ জল ব্যবহার কমাতে তৎপর পুরসভা, নতুন প্রকল্পের রূপায়ন শিঘ্রই, জানালেন মেয়র

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ধাপা-সহ একাধিক প্রকল্পের কাজ চলছে। সেগুলির কাজ খুব শীঘ্রই শেষ হবে। তার পরই ওই সব এলাকায় জল সরবরাহ শুরু করা যাবে।

কলকাতা পুরসভা।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১২:০০

শহরে অনেক জায়গায় এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছায়নি। সেই সব ওয়ার্ডের বাসিন্দারা ভূগর্ভস্থ জলই পানীয় জল হিসেবে ব্যবহার করছেন। এ বার সেই সমস্ত ওয়ার্ডে ভূগর্ভস্থ পানীয় জল জলের ব্যবহার কমাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। আজ, শুক্রবার পুরসভার অধিবেশনে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, কয়েক বছরের মধ্যে ধাপা-সহ একাধিক প্রকল্পের কাজ চলছে। শেষ হলেই সেই সব ওয়ার্ডে পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে।? 

শহরে টিউবওয়েলের ব্যবহার আগের থেকে অনেকটাই কমেছে। যদিও টিউবওয়েলের ব্যবহার কমে গেলেও পুরসভার সংযুক্ত এলাকায় মানুষেরা এখনও ভূগর্ভস্থ পানীয় জল ব্যবহার করছে। কারণ সেখানে পরিশ্রুত পানীয় জলের সরবরাহ শুরুই করতে পারেনি পুরসভা। আজ, শুক্রবার অধিবেশন কক্ষে কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত ক’য়েকটি প্রশ্ন করেন। তিনি কক্ষের থেকে জানতে চান, কোলকাতার কোন কোন এলাকা থেকে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। এবং কত পরিমাণ ভূগর্ভস্থ জল উঠছে। যদি পুরসভার কাছে সেই পরিসংখ্যান থাকে তাহলে পুরসভা সেই পরিমাণ পরিস্রুত পানীয় জলের উৎপাদন বাড়াতে পারে। পরে ওই সমস্ত ওয়ার্ডে পৌঁছে দেওয়া যেতে পারে কক্ষে আলোচনার জন্য প্রস্তাব রাখেন। পাশাপাশি তিনি ভূগর্ভস্থ জল বন্ধ করার পুরসভার কী পরিকল্পনা রয়েছে? তা-ও জানতে চান মীনাক্ষী।? 

তার প্রশ্নের জবাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, এখনও পর্যন্ত ৪০ লক্ষ গ্যালন জল তোলা হয়েছে ওই সব এলাকায়। বিশেষ করে পুরসভার সংযুক্ত এলাকায় পরিসংখ্যাটা একটু বেশি। বিশেষ করে ১০ ও ১২ নম্বর বোরোর বেশিরভাগ এলাকাতেই পুরসভার পরিস্রুত পানীয় জল পৌঁছায়নি।? 

মেয়র জানান, পুরসভার ধাপায় জলপ্রকল্পে ৩০ লক্ষ গ্যালন জল পরিশ্রুত করতে পারে। পুরসভা সেই ক্ষমতা আরও ২০ লক্ষ বাড়িয়ে ৫০ লক্ষ গ্যালন করার পরিকল্পনা নিয়েছে। তাতে খরচা হবে ১৩০ কোটি টাকা। গড়িয়া-সহ আরও দুটি জায়গায় প্রকল্প নিয়ে মোট ২৮০ কোটি টাকা খরচ হবে। এর পর সেই সব এলাকায় পৌঁছে দেওয়া হবে। আগামী দু-তিন বছরের মধ্যে শহরে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমে যাবে। দু’শতাংশের কাছে নেমে আসবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।? 


Share