KMC

কাজ করলে মিলবে পুরস্কার! সম্পত্তি থেকে আয় বাড়াতে তৎপর কলকাতা পুরসভা

পুরসভার সম্পত্তিকর বাবদ এবং মিউটেশন থেকে আয় কী ভাবে বাড়ানো যায় তার জন্য বিস্তারারিত আলোচনা হয়। আজ, বুধবার টাউন হলে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভা।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
এখন কলকাতা ডেস্ক।
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১২:০০

সম্পত্তি কর আদায় করে লাভ বাড়াতে চাইছে কলকাতা পুরসভা। তাই যে সঠিক ভাবে বেশি কর আদায় করতে পারবে তাঁদের পুরস্কার দেওয়া হবে। আজ, বুধবার কলকাতার টাউন হলে সম্পত্তি কর কাঠামো নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। কর বাবদ পুরসভার আয় বাড়াতে যে বাড়াতে হবে, তা আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন।? 

সম্পত্তি কর এবং জমির মিউটেশন নিয়ে বিশেষ জোড় দিতে বলা হয়েছে এই বৈঠকে। পুরসভার অনলাইন পোর্টালে সম্পত্তি কর এবং মিউটেশন বাবদ টাকা জমা করার ব্যবস্থা রয়েছে। সম্পত্তি কর বাবদ টাকা জমা করলেও মিউটেশন বাবদ সেই তুলনায় কম কর আদায় করছে। জানা গিয়েছে, গত বছরের থেকে ৬৪ শতাংশ বেশি সম্পত্তি কর অনলাইনে জমা পড়েছে। তাই জমির মিউটেশন কর যাতে অনলাইনে জমা করা যায় সেই নিয়ে বিশেষ প্রচার করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।? 

এ দিন বৈঠকে তিনি প্রতিটা বোরো অফিসকে প্রতিটা ওয়ার্ড ‘দুয়ারে কেএমসি’ ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন। সেই ক্যাম্পের মাধ্যমে পুরসভার আধিকারিকরা মিউটেশন সংক্রান্ত কাগজ কোথায় জমা করতে হবে তা মানুষকে জানাবে পুরসভা। তাঁর দাবি, কে কত টাকা মিউটেশন বাবদ কর দেবেন তা করদাতা নিজেই দেখতে পারবেন।? 

এ দিন পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডের এর ইন্সপেক্টর অভিযোগ করেন ওই ওয়ার্ডে সম্পত্তি কর আদায় করতে অসুবিধা হচ্ছে। তাঁর অভিযোগ, ওই ওয়ার্ডে অনেকের সম্পত্তি কর বাবদ লক্ষাধিক টাকা বাকি রয়েছে। করের টাকা না দিলে বাড়িতে নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা নোটিশ ছিঁড়ে ফেলছেন। উপরোক্ত তাঁরা করের টাকা সমঝোতা করার চাপ দিচ্ছেন। এরম অভিযোগ এলে স্থানীয় থানাকে জানাতে বলেছেন মেয়র। তাঁদের বোঝানোর উপদেশ দিয়েছেন। বড় অঙ্কের টাকা নোটিস দেওয়ার পরও যদি না দেয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন। মিউটেশন সংক্রান্ত ফাইল যেন ১৫ দিনের বেশি পড়ে না থাকে, তা-ও নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।? 


Share