Kolkata Metro

টানা চার রবিবার কলকাতা মেট্রোতে বাড়তি পরিষেবা, ব্লু ও গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা বাড়ল

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারির চার রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চলবে। পরিষেবার সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ায় রবিবারে শহরে যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যকর।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:০৭

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। টানা চারটি রবিবার চলতি মাসের ৪, ১১, ১৮ এবং ২৫ তারিখে কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবারগুলিতে ব্লু লাইনে সাধারণ ১৩০টি পরিষেবার বদলে মোট ১৬০টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৮০টি আপ এবং ৮০টি ডাউন ট্রেন থাকবে। ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম রুটে চলবে। শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত ন'টা ৩৩ মিনিটে চলবে। পাশাপাশি শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো চলবে রাত ন'টা ৪৪ মিনিটে। এই চারটি রবিবার বিকেল তিনটে ২০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের পরিবর্তে প্রতি আট মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।

গ্রিন লাইনে রবিবারগুলিতে ১০৮টির পরিবর্তে মোট ১২৪টি পরিষেবা চালানো হবে, যার মধ্যে ৬২টি আপ এবং ৬২টি ডাউন ট্রেন থাকবে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ন'টা দুই মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ভিগামী প্রথম মেট্রো সকাল ন'টায় চলবে। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান রুটের সময়সূচিতেও কোনও পরিবর্তন করা হয়নি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ভি পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত ন'টা ৫৫ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ পরিষেবা থাকবে রাত ১০টা পাঁচ মিনিটে। গ্রিন লাইনে বিকেল চারটে দুই মিনিট থেকে রাত আটটা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের পরিবর্তে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চলবে।

মেট্রো সূত্রে আরও জানানো হয়েছে, এই চারটি রবিবার ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে এই দিনগুলিতে কোনও পরিষেবা চালু থাকবে না।


Share