Policeman Shot Dead Himself

নগর দায়রা আদালতে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ।

বুধবার সকালে আদালত চত্বরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁর কপালে গুলি লেগেছে। খুন না আত্মহত্যা, তদন্ত করছে কলকাতা পুলিশ।

নগর দায়রা আদালতে আত্মঘাতী বিচারকের দেহরক্ষী।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- ছবি: সংগৃহীত।
  • শেষ আপডেট:০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

নগর দায়রা আদালত চত্বরে উদ্ধার হল এক বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ। আজ, বুধবার সকালে ওই দেহরক্ষীর দেহ আদালত চত্বরে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে, তাঁর মাথায় গুলি লেগেছে।? 

ওই দেহরক্ষী নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ওই দেহরক্ষীর দেহের পাশেই একটি ৯ এমএম পিস্তল পড়ে ছিল। বুধবার সকাল ৭টা নাগাদ আদালত ভবনের নীচের তলায় রক্তাক্ত অবস্থায় একটি চেয়ারে বসে থাকতে দেখেন কিছু মানুষ। প্রথমে তাঁরা হেয়ার স্ট্রিট থানার পুলিশকে খবর দেন। ডাকা হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের। আদালত চত্বরে পৌঁছয় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা। সেটি তাঁর নিজস্ব সার্ভিস বন্দুক বলেই জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা, তদন্ত করছে পুলিশ।? 

জানা গিয়েছে, ওই দেহরক্ষী বেলঘরিয়ায় বসাক পাড়ার বাসিন্দা। বাড়িতে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। ২০২১ সাল থেকে ওই বিচারকের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। তিনি তখন কর্মরত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ দেহটিকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।? 

পুলিশের প্রাথমিক অনুমান, ওই দেহরক্ষী নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, রাতেই ঘটনাটি ঘটেছে। কেন ওই দেহরক্ষী রাতে আদালত চত্বরে এসেছিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। তাঁর মানসিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে পুলিশ। গুলি চালানোর আগে কার কার সঙ্গে কথা বলছে তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি পারিবারে অশান্তি ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সন্ধ্যায় মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হয়েছে।? 


Share