Suicide Attempt At Metro Station

যতীন দাস মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যুবকের, মোটরম‍্যানের তৎপরতায় বাঁচল প্রাণ, ৫০ মিনিট ধরে ভাঙা পথে চলার পর স্বাভাবিক হল পরিষেবা

শুক্রবার দুপুর ১টা নাগাদ যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। প্রৌঢ়ের পরিচয় স্পষ্ট নয়। এর জেরে ময়দান থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৭

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। শুক্রবার যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাহত হল পরিষেবা। মেট্রো সুত্রের খবর, মোটরম‍্যানের তৎপরতায় প্রৌঢ়কে বাঁচানো সম্ভব হয়েছে। বেশ কিছু ক্ষণ ভাঙা পথে ট্রেন চলাচল করে। প্রায় ৫০ মিনিট পরে পরিষেবা স্বাভাবিক হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঘটনাটি ঘটেছে। এ দিন মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। মোটরম‍্যান বিপদ বুঝতে পেরে তৎক্ষণাৎ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন। এর ফলে ট্রেন এবং স্টেশনের মাঝে আটকে পড়েন প্রৌঢ়। ঘটনাস্থলে আসে আরপিএফ এবং অন্যান্য কর্মীরা। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশও। যুবকের নাম হর্শিত আগারওয়াল। পুলিশ সুত্রের খবর, যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তার চিকিৎসা।

এ দিনের ঘটনার জেরে ময়দান থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল সূত্রে খবর , ওই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা মেলে। প্রায় ৫০ মিনিট ধরে ভাঙা পথেই চালু থাকে মেট্রো। মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ দে জানান, ১টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে।

কলকাতা মেট্রোর ব্লু-লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন নয়। এই ঘটনা ঠেকাতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ করেছে। কালীঘাট স্টেশনে ব‍্যারিকেড বসানো হয়েছে। মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে প্রচারও করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

চলতি বছরের মেট্রোয় বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমনকি কিছু দিন আগে নজরদারি এড়িয়ে ট‍্যানেলে মধ‍্যে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিউ মার্কেট থানার পুলিশ। মেট্রোর ব্লু-লাইনের ঘটনা নিয়ে সংসদেও প্রশ্ন ওঠে। মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যে বৃদ্ধি পেয়েছে তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বীকার করেছেন।  তিনি জানিয়েছেন, ২০২৪ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই বছর সাতজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন।


Share