IPAC Case

কলকাতা হাই কোর্টে মুলতুবি, আগামীকাল আইপ‍্যাক-কান্ডে ইডি করা মামলা শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ

গত শুক্রবার কলকাতা হাই কোর্টে তুমুল হট্টগোলের জেরে বিচারপতি শুভ্রা ঘোষ ক্ষোভ প্রকাশ করে শুনানি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে দেন। শীর্ষ আদালতে ক‍্যাভিয়েট দাখিল করে রাজ‍্য সরকার। তার পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। সেই সেই শুনানির দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে।

ইডির মামলা শুনানি আগামীকাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৮:৩৬

বুধবারে কলকাতা হাই কোর্টের শুনানিতে ইডি মামলা মুলতুবি হয়ে গিয়েছে। আগামীকাল আইপ‍্যাক-কান্ডের ইডির মামলাটি শুনবে দেশের শীর্ষ আদালত। কোন বিচারপতির এজলাসে শুনানি হবে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। রাজ‍্য সরকার আগেই শীর্ষ আদালতে ক‍্যাভিয়েট দাখিল করে রেখেছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মামলাটি শুনানি হবে। সকাল ১১টার সময় শুনানির সময় ঠিক করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ আইপ‍্যাক-কান্ড নিয়ে ইডির মামলাটি শুনবেন। ইডি যে আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, তা ভেবে আগেই এ নিয়ে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল।

গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার আর্থিক দুর্নীতির তদন্তে তৃণমূলের ভোটকুশলী সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার দফতরে ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযান চালান। তার কিছু ক্ষণের মধ্যেই প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা-সহ একাধিক আধিকারিকেরা তাঁর সঙ্গে ছিলেন। তার পরেই কয়েকটি ফাইল এবং একটি ল‍্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন। ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথক ভাবে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। ইডির অভিযোগ, সাংবিধানিক পদের থেকে ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী নথি কেড়ে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তৃনমূলের অভিযোগ, নির্বাচনের আগে অভিযান রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সেই অভিযানে ইডির আধিকারিকেরা দলীয় নথি, নির্বাচনী রণকৌশল চুরি করে নিয়ে গিয়েছে।

বুধবার তৃণমূল এবং ইডির করা দু’টি মামলারই শুনানি ছিল। এ দিন তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে ইডি হাই কোর্টকে জানিয়েছে, তল্লাশিতে তাঁরা কোনও নথি বাজেয়াপ্ত করেনি। তাই তৃণমূলের মামলাটির নিষ্পত্তি হয়ে গিয়েছে। যেহেতু, ঘটনায় ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাই হাই কোর্টে এই মামলায় শুনানি স্থগিত রাখার আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্টে ইডির মামলার অগ্রগতি দেখার পরেই হাই কোর্ট মামলাটি ফের শুনবে।

গত শুক্রবার কলকাতা হাই কোর্টে তুমুল হট্টগোলের জেরে বিচারপতি শুভ্রা ঘোষ ক্ষোভ প্রকাশ করে শুনানি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে দেন। শীর্ষ আদালতে ক‍্যাভিয়েট দাখিল করে রাজ‍্য সরকার। তার পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। সেই সেই শুনানির দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে।


Share