Abhishek Banerjee

টাকা দিলে ভোটের টিকিট! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার হাওড়ার বাসিন্দা

ধৃতের নাম শেখ নাজমুল হুদা। তাঁকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম শেখ নাজমুল হুদা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল হাওড়ার এক বাসিন্দার বিরুদ্ধে। এমনকি, তিনি নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন। অভিযুক্তের নাম শেখ নাজমুল হুদা। তাঁকে শেক্সপিয়র সরণি থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, শেখ নাজমুল হুদার বাড়ি হাওড়ার বেলুড়ে। নাজমুল অভিষেকের নাম করে টাকা তুলছে, এমন একটি অভিযোগ শেক্সপিয়র সরণি থানার জমা পড়ে। অভিযোগকারীর দাবি, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থীপদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন বা চেয়েছেন, তাঁদের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, এর জন্য নাজমুল হুদা নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবি করেছিলেন।

এর পরেই গোটা বিষয়টি তৃণমূল নেতৃত্বের কানে পৌঁছোয়। ক‍্যামাক স্ট্রিটের তৃণমূলের অফিস থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তৃণমূল সুত্রের খবর, এক নেতাকেই নাকি প্রার্থীপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ধৃত নাজমুল হুদা। তিনিই অভিষেকের অফিসকে জানান বলে দাবি করেছেন। এর পরে অভিষেকের ক‍্যামাক স্ট্রিটের অফিস থেকে নাজমুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে পার্ক স্ট্রিটের একটি পাঁচতারা হোটেলে যেতে বলা হয়েছিল। সেখানেই এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়।

তিনি সেই হোটেলে যান। যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সাদা পোশাকে শেক্সপিয়র সরণির থানার পুলিশ পৌঁছে যান। তাঁকে নিয়ে আসা হয়েছে থানায়। এই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামীকাল, শনিবার সকালে ধৃত নাজমুল হুদাকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হবে।


Share