Special Intensive Revision

‘হানিমুনের টিকিট কাটা আছে তাই কাজ করা অসম্ভব,’ মাইক্রো অবজার্ভারের কাজ থেকে অব‍্যাহতি চেয়ে সিইও অফিসে ভিড়

বুধবার নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের দু’দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ কেন্দ্র রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বছরের শেষ কয়েকটি দিনে সদ‍্য বিবাহিত স্ত্রীকে নিয়ে যাবেন হানিমুনে। তাই এইআইআর-এর কাজ করা অসম্ভব। এমন কিছু দাবিদাওয়া নিয়ে সিইও অফিসে অব‍্যাহতি চেয়ে দ্বারস্থ হলেন এক ব‍্যাঙ্ককর্মী। তিনিই শুধু নন, আরও অনেকই ব‍্যাক্তিগত কারণ দিয়ে মাইক্রো অবজার্ভারের কাজ থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছেন। সিইও দফতরে মেল মারফতও কেউ কেউ পাঠিয়েছেন চিঠি।

আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে খসড়া ভোটার তালিকার শুনানি প্রক্রিয়া। বুথস্তরে এইআরও-রা শুনানির কাজটি করবেন। সেই কাজের তদারকি করবেন মাইক্রো অবজার্ভারেরা। তার জন্য ইতিমধ্যেই জন্য চার হাজারের বেশি কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কর্মী এই কাজে নিয়োগ করেছে কমিশন। কিছু কর্মী থাকতে পরে সিইও দফতরেও।

এ বার সেই কাজ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে, তাই সন্ধ‍্যা থেকে ভিড় দেখা গেল সিইও দফতরে। কমিশন সূত্রের খবর, অন্তত ২০ জন মাইক্রো অবজার্ভারের কাজ থেকে অব্যাহতি চেয়ে সশরীরে আসেন। তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি দিয়েছে। তাঁদের মধ্যে এক জন জনের দাবি, তিনি সদ‍্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শীতের ছুটিতে তিনি হানিমুনে বেড়াতে যাবেন। তার জন্য গন্তব্যের টিকিটও কাটা হয়ে গিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

শুধু তা-ই নয়, এমন অনেকেই ব‍্যক্তিগত কারণে কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। কারোর শরীর খারাপ, কারোর বাড়িতে পরিজনের শরীর খারাপ তার জন্য চিকিৎসা করাতে যাবেন, এমনও কারণ তাঁরা জানিয়েছেন। ইমেল মারফতও অনেকে জানিয়েছেন। সিইও দফতর সূত্রের খবর, এই বিষয়ে সিইও দফতরের তাঁদের চিঠি গ্রহণ করেছে। ওই দফতরের একটি সূত্রের দাবি, এই সংক্রান্ত কারণ বিবেচনা করবে না। সিইও দফতর মাইক্রো অবজার্ভার হিসেবে কারা কাজ করবেন, তার তালিকা সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে চেয়েছিল। তাই এই সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট দফতরের কাছে দিতে হবে। তাঁরাই তাঁদের কর্মীদের আবেদন বিবেচনা করে দেখবে। পরিবর্ত হিসেবে অন‍্য কাউকে সেই স্থানে দিয়ে দেবে।

বুধবার যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে অনেকেই দুরত্বের কারণও দেখিয়েছেন। এমন কিছু অভিযোগ নিয়ে সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখাও করতে চান। কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক থাকার কারণে তিনি দেখা করেননি বলেই সিইও দফতর সূত্রে জানা গিয়েছে। 

বুধবার নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের দু’দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ কেন্দ্র রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। 


Share