A Youth Was Allegedly Shot Himself By Gun

‘আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না!’ চিঠি লিখে নিজের মাথায় গুলি মেরে আত্মঘাতী যুবক! গার্ডেনরিচে উদ্ধার রক্তাক্ত দেহ

পুলিশ সুত্রের খবর, মৃত যুবকের নাম শ্রেষ্ঠ ধুরকা। ২৯ বছর বয়সী শ্রেষ্ঠার বাড়ি হেস্টিংসে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ পশ্চিম বন্দর থানার এলাকায় ডেপুটি কমিশনারের (বন্দর) অফিসের অদূরেই স্থানীয়েরা রাস্তার ধারে রক্তাক্ত যুবকের দেহ পড়ে থাকতে দেখেন।

গার্ডেনরিচে গুলিবিদ্ধ যুবক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬

‘আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না’। একটি কাগজে এমনই লিখে বেরিয়ে গিয়েছিল যুবক। এর পরেই সোমবার সকালে গার্ডেনরিচের রাস্তার ধারে উদ্ধার হল রক্তাক্ত দেহ। পুলিশ সুত্রের খবর, তার দেহের পাশ থেকে একটি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি ব‍্যগও উদ্ধার হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। 

পুলিশ সুত্রের খবর, মৃত যুবকের নাম শ্রেষ্ঠ ধুরকা। ২৯ বছর বয়সী শ্রেষ্ঠার বাড়ি হেস্টিংসে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ পশ্চিম বন্দর থানার এলাকায় ডেপুটি কমিশনারের (বন্দর) অফিসের অদূরেই স্থানীয়েরা রাস্তার ধারে রক্তাক্ত যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। যুবকের দু’পায়ের ফাঁকে আগ্নেয়াস্ত্র পড়েছিল। পুলিশ সুত্রের খবর, বন্দুকটি ওয়ান শটার ছিল। দেহের পাশে ছিল একটি কালো রঙের ব্যাগ। তাতে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে জানা গিয়েছে, যুবকের মাথার ডান দিকে গুলি লেগেছে।

লালবাজার সূত্রের খবর, শ্রেষ্ঠার বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যাতে পরিবারকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, “আমায় ক্ষমা করো। আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না।” জানা গিয়েছে, শ্রেষ্ঠা ধুরকা জুয়া খেলে অনেক টাকা নষ্ট করে ফেলেছে। সেক্ষেত্রে কারোর থেকে ঋণ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। খুন না আত্মহত্যা, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।


Share