Water transportation system development

জলপথ পরিহন উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই জলপথ উন্নয়ন নিয়ে চিন্তিত রাজ্যে সরকার। এদিন এ নিয়ে বেশ কিছু বৈঠক হয়।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০২:০৪

রাজ্যের জলপথ পরিবহণ উন্নয়ন নিয়ে কলকাতা পুরসভার উচ্চপর্যায়ে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, ক্রীড়া ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। বৈঠকে প্রসঙ্গে পরিবহণমন্ত্রী জানান, গঙ্গার দু'পাড় ভাঙছে, ঘরবাড়ি গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার ড্রেজিং করছে না। 

আগামী বিধানসভা নির্বাচনের আগে শহর কলকাতা - সহ বেশ কিছু নদীপথে বিকল্প যোগাযোগ - ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে কতটা কাজ হয়েছে ও কতটা কাজ বাকি তা জানিয়ে দেওয়ার কথাও হয়েছে। এর ওপর রিপোর্ট তৈরি করা হবে।

প্রাথমিকভাবে গঙ্গার দুই পাড়ের ভাঙন - প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। গঙ্গার সঙ্গে সংযুক্ত দুই পাড়ের ফেরিঘাট গুলির পরিকাঠামো সুন্দর করে গড়ে তোলার কাজ চলছে। 

নুরপুর থেকে ত্রিবেণী পর্যন্ত জেটি তৈরির কাজ চলছে। এই কাজ অনেকটাই এগিয়েছে গেছে। কোন কোন কাজ এখনও করা যায়নি। কী কী কারণে এই কাজ গুলি বাধাপ্রাপ্ত হচ্ছে বা কীভাবে সেগুলি দ্রুত শেষ করা যায় তা নিয়ে কথা হয়েছে।


Share    

KMC