Duttabad Murder Case

দত্তাবাদে স্বর্ণব‍্যবসায়ী খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ, ৭২ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ হাই কোর্টের

সোমবার বিচারপতি ঘোষ বলেন, “অভিযুক্ত একজন ডাব্লুবিসিএস আধিকারিক বলেই তাঁকে জামিন দেওয়া হয়েছে।” বিচারপতির প্রশ্ন, এই খুনের ঘটনায় বাকি অভিযুক্তেরা জেলে রয়েছে। কিন্তু মূল অভিযুক্ত জামিনে রয়েছে? এমন কি করে সম্ভব? এর পরেই বিচারপতি ঘোষ আশঙ্কা প্রকাশ করে বলেন, মূল অভিযুক্ত বাইরে থাকলে ন‍্যায়বিচারে প্রভাব পড়বে।

প্রশান্ত বর্মনের জামিন খারিজ হাই কোর্টে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:১৫

দত্তাবাদে স্বর্ণব‍্যবসায়ী স্বপন কামিল‍্যা খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মনের। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সোমবার কলকাতা হাই কোর্টে তা খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি তির্থঙ্কর ঘোষের নির্দেশ, তাঁকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ১৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছির খালের ধার থেকে উদ্ধার হয় স্বর্ণ ব‍্যবসায়ী স্বপনের দেহ উদ্ধার হয়। ঘটনায় এক তৃণমূল নেতা-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এফআইআরে নাম রয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। কিন্তু তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারির আগেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান। প্রশান্তের আগাম জামিনের আর্জি মঞ্জুরও করে দেয় আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ।

সোমবার খুনের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আগাম জামিন দেওয়ায় বারাসত আদালতকে হাই কোর্টের প্রশ্ন মুখে পড়তে হয়েছে। এমন ঘটনায় অভিযুক্তকে কোন ভিত্তিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত, তা নিয়ে বিচারপতি তির্থঙ্কর ঘোষ উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, খুন বা ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্তের জামিন বা আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে নিম্ন আদালত যে বিষয়গুলির ওপর নজর দেওয়া দরকার, তা কোনওটাই করেনি! গুরুত্বপূর্ণ তথ‍্যপ্রমাণকে অস্বীকার করে অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে বারাসত আদালত।

সোমবার বিচারপতি ঘোষ বলেন, “অভিযুক্ত একজন ডাব্লুবিসিএস আধিকারিক বলেই তাঁকে জামিন দেওয়া হয়েছে।” বিচারপতির প্রশ্ন, এই খুনের ঘটনায় বাকি অভিযুক্তেরা জেলে রয়েছে। কিন্তু মূল অভিযুক্ত জামিনে রয়েছে? এমন কি করে সম্ভব? এর পরেই বিচারপতি ঘোষ আশঙ্কা প্রকাশ করে বলেন, মূল অভিযুক্ত বাইরে থাকলে ন‍্যায়বিচারে প্রভাব পড়বে।

প্রশান্তের আইনজীবীর তরফে সাত দিনের সময় চাওয়া হয়েছিল। কিন্তু হাই কোর্ট তা খারিজ করে দিয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তির্থঙ্কর ঘোষ। আদালত মনে করছে, এই ব‍্যপারে ৭২ ঘন্টা অনেকটাই বেশি সময়। তাই এর থেকে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই।


Share