Weather Update

একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি, জানাল আবহাওয়া দফতর

আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার।

বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৫ জুলাই ২০২৫ ১০:২৪

আজ, শনিবার উল্টোরথ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল রবিবার সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার মালদা-সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার।


Share