Gold Looted From a Businessman

ভরসন্ধ‍্যায় সিঁথিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব‍্যবসায়ীর থেকে কোটি টাকার সোনা লুঠ, পলাতক দুষ্কৃতীরা

বুধবার রাত ৮টা ১০ মিনিট সিঁথি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্বর্ণ ব‍্যবসায়ী সঞ্জিতকুমার দাসের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। তিনি ব‍্যাবসার জন‍্য সিঁথিতে থাকেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বর্ণ ব‍্যবসায়ীর থেকে কোটি কোটি টাকার সোনা লুঠের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৪৭

ভরসন্ধ‍্যায় শহরের রাস্তায় ব‍্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কোটি কোটি টাকার সোনা লুঠ করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সেই সময় সঞ্জিতকুমার দাস মোটরবাইকে চেপে ওয়াকশপে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয়ে কয়েক জন এসে পথ আটকায়। এর পরেই তারা সোনা লুঠ করে পালিয়ে যায়।

বুধবার রাত ৮টা ১০ মিনিট সিঁথি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্বর্ণ ব‍্যবসায়ী সঞ্জিতকুমার দাসের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। তিনি ব‍্যাবসার জন‍্য সিঁথিতে থাকেন। পুলিশ সূত্রের খবর, ওই দিন মোটরবাইকের ডিকিতে সোনা নিয়ে ওয়ার্কশপের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে কয়েক জন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর পথ আটকায়। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। এর পরেই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায়। স্বর্ণ ব‍্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে দুস্কৃতীরা দু’কেজি ৩৮০ গ্রাম সোনা লুঠ হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

বৃহস্পতিবার তিনি সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা, এই লুঠের নেপথ্যে রয়েছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। দুষ্কৃতীরা সম্ভাব্য যে দিকে পালিয়ে যেতে পারে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।


Share