Leonel Messi Case At High Court

সরকার ‘রিকভারি এজেন্ট’ নয়, সল্টলেককান্ডের শুনানিতে হাই কোর্টে দাবি রাজ্যের, মূর্তি কি সরকারি জায়গায় হয়েছে? প্রশ্ন বিচারপতির

গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে এসেছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। তাঁকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সল্টলেক স্টেডিয়ামে যান তাঁর ভক্তেরা। কিন্তু মেসি মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

যুবভারতীকান্ড নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

সল্টলেকে লিওনেল মেসির অনুষ্ঠানে কেলেঙ্কারির ঘটনায় দর্শকদের টাকা ফেরত দেওয়া কাজ সরকারের নয়। সরকার ‘রিকভারি এজেন্ট’ নয়। সোমবার কলকাতা হাই কোর্টকে এমনটাই জানিয়ে দিল রাজ‍্য সরকার। রাজ‍্যের বক্তব্য, এটি একটি ব‍্যক্তিগত অনুষ্ঠান। হাই কোর্ট যদি আলাদা করে কোনও নির্দেশিকা দেয় তাহলে হবে, না হলে টাকা ফেরত দেওয়ার দায়িত্ব সরকারের নয়। এ ছাড়াও, শ্রীভূমির সামনে মেসির প্রতীকী মূর্তি কোথায় বসানো হয়েছে? তা নিয়েও রাজ‍্য সরকারকে প্রশ্ন করেছে কলকাতা হাই কোর্ট।

গত ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাজার হাজার টাকা খরচ করে প্রিয় তারকারা চেখের দেখা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকেরা। দর্শকাসন থেকে বোতল ছোঁড়া থেকে শুরু করে বাকেট চেয়ার ভাঙচুর থেকে মাঠে নেমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হয়।

সেই ঘটনার পরে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ওই দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, দর্শকেরা টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, কিন্তু তাঁরা যে আশা নিয়ে এসেছিলেন আয়োজকেরা তা পূরণ করতে পারেননি। তাই টিকিটের দাম ফেরত দেওয়া উচিৎ। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সুর মিলিয়ে একটি কথা বলতে শোনা যায় এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ সামিমের গলাতেও।

কিন্তু কলকাতা হাই কোর্টে উল্টো দাবি করল রাজ্য সরকার। রাজ‍্য সরকারের তরফে আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সরকার ‘রিকভারি এজেন্ট’ নয়। মেসি অনুষ্ঠানের দায়িত্ব রাজ‍্য সরকারের ছিল না। টিকিট বিক্রি করার দায়িত্বও রাজ্য সরকারের ছিল না। টিকিট বন্টনের দায়িত্বে রাজ্যের হাতে ছিল না। তাই রাজ‍্যের কাজ নয় টাকা উদ্ধার করে ফেরত দেওয়ার। তাঁর বক্তব্য, হাই কোর্ট যদি এই বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দেয়, তাহলেই তা সম্ভব হবে।

যুবভারতীর ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি সোমবার শেষ হল। সেই শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মেসির মূর্তি নিয়েও প্রশ্ন তোলে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, মেসির মূর্তি ব্যক্তিগত উদ্যোগে সুজিত তৈরি করিয়েছেন। বিচারপতি সেন প্রশ্ন করেন, মেসির মূর্তি যে জায়গায় বসানো হয়েছে, সেটা কি ব্যক্তিগত জমিতে না সরকারি জমিতে? আদালতের আরও প্রশ্ন, সরকারি জমিতে কি ব্যক্তিগত ভাবে কিছু করা যায়? যদিও তার সাপেক্ষে রাজ‍্য কোনও যুক্তি দেখাতে পারেনি।


Share