New Metro General Manager Appointed By Ministry of Railways.

মেট্রো বিভ্রাট বিতর্কের মধ্যেই সরানো হল জেনারেল ম্যানেজারকে, কলকাতার ‘লাইফ লাইন’-এর দায়িত্বে শুভ্রাংশুশেখর

আইআইটি চেন্নাই থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছিলেন শুভাংশুশেখর মিশ্র। শুভ্রাশু ১৯৮৮ সালের ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (আইআরএসএমই) পাস করেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন শুভ্রাংশু।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩

কবি সুভাষ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার জেরে ভাঙা পথে মিলছে ব্লু-লাইনে মেট্রো পরিষেবা। এর জেরে বারবার সমস্যায় পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। যাত্রী ভোগান্তিও চরমে উঠেছে। এ বার সেই বিতর্কের মধ্যেই সরানো হল জেনারেল ম্যানেজারের মিলিন্দ দেউস্কারকে। নতুন জেনারেল ম্যানেজারের দায়িত্ব এলেন শুভ্রাংশুশেখর মিশ্র।

মঙ্গলবার বিকেলে রেলমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। মেট্রো কর্তৃপক্ষের তরফেও পৃথক ভাবে বিবৃতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আইআরএমএস অফিসার শুভ্রাংশুশেখর মিশ্র কলকাতা মেট্রোতে যোগদান করার আগে কাপুপথালার রেলের কোচ তৈরির কারখানায় (আরসিএফ) জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি বর্তমানের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কারকের স্থলাভিষিক্ত হলেন।

আইআইটি চেন্নাই থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছিলেন শুভাংশুশেখর মিশ্র। শুভ্রাশু ১৯৮৮ সালের ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (আইআরএসএমই) পাস করেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন শুভ্রাংশু। আরভিএনএলেরও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

মেট্রোর গ্রিন লাইন সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটেও পরপর দু’দিন মেট্রো পরিষেবা ব‍্যহত হয়েছিল। কিন্তু দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো বিভ্রাট অব্যাহত। সেক্ষেত্রে বারবার কতৃর্পক্ষের দিকে আঙুল উঠছে। এমন বিতর্ক যখন তুঙ্গে, তার মাঝেই শুভ্রাংশুশেখর মিশ্রকে কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজারের দায়িত্ব দিল রেলমন্ত্রক। বর্তমানের সমস্যাগুলি কী ভাবে সমাধান করতে পারেন, সেই দিকে তাকিয়ে মেট্রো যাত্রীরা।


Share