Mobile Sim Card Fraud

সিম জালিয়াতি কাণ্ডে কলকাতা থেকে গ্রেফতার আরও দুই, বাজেয়াপ্ত ১২৭৮টি সিম সহ নগদ টাকা

জানা গিয়েছে, গতকাল সোমবার শুভেন্দু গায়েন নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সিম সংযোগের কাজ করেন। পরে গিরিশ পার্ক থানার এলাকা থেকে জিতেন্দ্র আগরওয়াল নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

জিতেন্দ্র আগরওয়াল (বাঁ দিকে) এবং শুভেন্দু মাইতি (ডান দিকে)
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:০৪ মার্চ ২০২৫ ১২:০০

সিম জালিয়াতির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ। ধৃতদের থেকে মোট ১২৭৮টি চালু থাকা সিম উদ্ধার হয়েছে। সিম জালিয়াতি মামলায় গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে আজ পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে।? 

আজ, মঙ্গলবার লালবাজার জানিয়েছে, গত মাসে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করেই তিলজলা থানা এলাকায় শুভেন্দু গায়েন নামে আরও একজনের খোঁজ মেলে। তার পর কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকদের একটি দল গতকাল সোমবার তিলজলা থানার এলাকায় যান। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।? 

জানা গিয়েছে, ওই এলাকার কুষ্টিয়া রোডে শুভেন্দুর একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, শুভেন্দু সিম সংযোগের কাজ করতেন। গ্রাহকদের নথি হাতিয়ে নিয়ে সিম সংযোগ করার কাজ করতেন বলে অভিযোগে। এর পর সেই সিম প্রতারকদের হাতে মোটা টাকায় বিক্রি করে দিতেন। যা যাবতীয় সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হতো। এ দিন পুলিশ জানিয়েছে, শুভেন্দুর থেকে বিভিন্ন টেলিকম কোম্পানির মোট ১২২২টি সিম বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর থেকে নগদ এক লক্ষ ৯৫ হাজার টাকা সহ একটি মোবাইল ফোন, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উদ্ধার হয়েছে।? 

শুভেন্দুকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর জিতেন্দ্র আগরওয়াল নামে একজনের খোঁজ পাওয়া যায়। জানা যায়, গিরিশ পার্ক থানার রবীন্দ্র সরণিতে এলাকায় জিতেন্দ্রর নিজের একটি দোকান রয়েছে। তদন্তকারীরা জানতে পারেন, শুভেন্দুর থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল। তার পরই পুলিশ ফাঁদ পাতে। সোমবার রাতেই জিতেন্দ্রকে তাঁর দোকান থেকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২টি নতুন সিম। এ ছাড়াও নগদ ৪৩ হাজার টাকা সহ তিনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার তাঁদের পুলিশ হেফাজত আর্জি জানিয়ে আদালতে পেশ করা হবে।? 

উল্লেখ্য, গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল প্রচুর সিম এবং মোবাইল ফোন।? 


Share