Special Intensive Revision

চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করুন, না হলে কড়া পদক্ষেপ, রাজ‍্যের সিইও-কে নির্দেশ দিল নির্বাচন কমিশনের

বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দু’জন ইআরও ছিলেন দেবত্তম দত্ত চৌধুরী এবং বিপ্লব সরকার। ওই দুই বিধানসভার এইআরও ছিলেন তথাগত মন্ডল এবং সুদীপ্ত দাস। বারুইপুর পূর্ব বিধানসভায় অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর ছিল সুরজিৎ হালদার।

চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৯:৩০

নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে। কিন্তু থানায় এফআইআর করা হয়নি। চার সরকারি আধিকারিক এবং এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিন। যদি এফআইআর করতে ব‍্যর্থ হন, তা কিন্তু ভালো ভাবে নেবে না কমিশন। এফআইআর রুজুর পরে দ্রুত কমিশনে রিপোর্ট পাঠাতে নির্দেশও দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দু’জন ইআরও, দু’জন এইআরও’র তত্ত্বাবধানে ভোটার তালিকার কাজ হচ্ছিল। তাঁদের বিরুদ্ধে কাজে গড়মিল, বেআইনিভাবে নাম তুলে দেওয়া এবং নির্বাচন সংক্রান্ত তথ্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সাথে আদানপ্রদানের অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে দু-দু’বার চিঠি দেয়। নিলম্বিত করে এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়। এমনকী, মনোজ পন্থকে দিল্লিতেও ডেকে পাঠানো হয়।

সেই নির্দেশ নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের টানাপোড়েনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “আমি কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে দেবো না।” তার পরে কিছুদিন সেই নির্দেশ কার্যকর হয়নি। গত ২০ অগাস্ট এই চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করে রাজ্য সরকার। কিন্তু করা হয়নি কোনও এফআইআর।

বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দু’জন ইআরও ছিলেন দেবত্তম দত্ত চৌধুরী এবং বিপ্লব সরকার। ওই দুই বিধানসভার এইআরও ছিলেন তথাগত মন্ডল এবং সুদীপ্ত দাস। বারুইপুর পূর্ব বিধানসভায় অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর ছিল সুরজিৎ হালদার। নির্বাচন কমিশনের নির্দেশে এদের সবাইকে আগেই সাসপেন্ড করেছে। এ বার এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল দিল্লি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে এই দুই জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিতে বলা হয়েছে। কমিশন এ-ও বলেছে, এফআইআর করতে ব‍্যর্থ হলে কমিশন তা ভালো ভাবে নেবে না। নির্দেশ, ওই সব সরকারি আধিকারিক এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করে দ্রুত রিপোর্ট দিল্লিতে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।


Share