Fire Broke Out In A Hotel

প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন, ভস্মীভূত ছাদের একাংশ, নিয়ন্ত্রণে আসে ৪০ মিনিট পর

বৃহস্পতিবার দুপুরে ১টা নাগাদ ওই বহুতল গেস্ট হাউসে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়েরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন।

প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১

ফের কলকাতায় আগুন। বৃহস্পতিবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি গেস্ট হাউসে আগুন লাগে। জানা গিয়েছে, ওই গেস্ট হাউসের চার তলায় আগুন লাগে। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ১টা নাগাদ ওই বহুতল গেস্ট হাউসে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়েরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল সুত্রের খবর, ১টা ৪৫ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে অনেকেই আটকে পড়েন। তাদেরকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ হতাহতের হয়নি বলেই জানা গিয়েছে।

দমকল সুত্রের খবর, ওই গেস্ট হাউসের ছাদে একটি অস্থায়ী ছাউনি ছিল। সেখানেই আগুন লেগেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সব ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নীচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছেন দমকল বিভাগের এক আধিকারিক।

গেস্ট হাউসের এক কর্মীর কথায়, যে অংশে আগুন লেগেছে, সেখানে কিছু কাজ হত না। ব‍্যবহারও করা হত না। তবে কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এক দমকল বিভাগের এক আধিকারিক।

স্থানীয়েরা জানিয়েছেন, ওই গেস্ট হাউসে কিছু হোটেল রয়েছে। এর সঙ্গে কিছু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ওই গেস্ট হাউসের আশেপাশে অনেক বাড়ি রয়েছে। আগুন লাগার ঘটনার পড়ে আশেপাশের বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।


Share