Two Miscreants Fired Bullet Inside The Gym

মুখ ঢাকা, গায়ে কালো রেনকোট, চারু মার্কেটে জিমে মধ্যে ঢুকে গুলি চালানোর অভিযোগ, তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, দুষ্কৃতীদের খোঁজ চলছে। তাদের কী উদ্দেশ্যে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চারু মার্কেট এলাকায় এই জিমেই চলেছে গুলি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫

গায়ে কালো রেনকোট, মাথায় হেলমেট। মহালয়ার সকালে চারু মার্কেটে জিমে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। এর পরেই পর পর চলল গুলি। কারোর আঘাত লাগেনি। তবে দুষ্কৃতীদের ধরাও যায়নি। অভিযোগ, জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। দু’জন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আজ, রবিবার মহালয়া। স্বাভাবিক ভাবেই জিমে ভীড় ছিল। এ দিন সকাল ১১টার পরে জিমে আচমকা ঢুকে পড়ে। তাদের গায়ে কালো রেনকোট এবং মাথায় হেলমেট ছিল। হাতে ছিল আগ্নেয়াস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা জিমের মালিকের খোঁজ করছিল। জিমের মালিকের নাম ধরেও ডাকা হচ্ছিল। দু’জনই মোটরবাইকে করে এসেছিল। রাস্তার ধারে মোটরবাইক দাঁড় করিয়ে জিমে ঢোকে। জিমের সামনে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর কাছে মালিকের খোঁজ করা করে। ওই কর্মচারী মালিককে ডেকে দেওয়ার চেষ্টা করেন। তখনই চলে গুলি। এর পরেই দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জিমের মালিককে লক্ষ‍্য করেই গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, দুষ্কৃতীদের খোঁজ চলছে। তাদের কী উদ্দেশ্যে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা নিয়ে মালিকের সঙ্গে কথা বলবে তদন্তকারীরা। জানা গিয়েছে, জিমের মধ্যে সিসিটিভি ক্যামেরা নেই। তাই বাইরে এবং আশপাশের দোকানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। তা থেকেই দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।


Share