Bank Fraud

লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন রাস্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের প্রাক্তন ক্রেডিট কার্ডের মহিলা কর্মী

ধৃত তরুণীর নাম নাফিসা খাতুন। তাকে কসবা থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। বুধবার তাকে আদালতে হাজির করানো হয়।

ধৃতের নাম নাফিসা খাতুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৬:০৩

লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের প্রাক্তন কর্মী ছিলেন। অভিযোগ, কেওয়াইসি আপডেট করার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলেছেন। তাকে বুধবার আদালতে হাজির করানো হয়েছে।

ধৃত তরুণীর নাম নাফিসা খাতুন। নাফিসা এর আগে এসবিআই ক্রেডিট কার্ড লিমিটেডের প্রাক্তন কর্মী ছিল। সেই সূত্রেই তার কাছে গ্রাহকদের তথ্য ছিল। অভিযোগ, নাফিসা ক্রেডিট গ্রাহকদের ফোন করতো। ফোন করে কেওয়াইসি আপডেট করিয়ে দিতে বলতেন। সেই অজুহাতে গ্রাহকদের মোবাইল ও কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করতো। এই ভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে মোট চার লক্ষ ৭৩ হাজার ৩৬০ টাকা আত্মসাৎ করেছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এক মহিলা গ্রাহকদের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার করে নাফিসা। এর পরেই পার্কস্ট্রিট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এর তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে নাফিসাকে কসবা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হয়।


Share