One Girl Allegedly Sexually Assaulted At Government Hospital

এসএসকেএমে ডাক্তার পরিচয়ে শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকা রোগিণী যৌন হেনস্থার অভিযোগ প্রাক্তন কর্মীর বিরুদ্ধে, ধাপা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত

এর পরেই নির্যাতিতা নাবালিকা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই প্রগতি ময়দান থানা এলাকার ধাপার সামনে থেকে যুবককে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৪:০৬

এসএসকেএমে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সুত্রের খবর, ওই যুবক এসএসকেএমের প্রাক্তন অস্থায়ী কর্মী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, বুধবার নাবালিকার চিকিৎসার জন‍্য এসএসকেএমের বহির্বিভাগে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দেয়। এর পরে ওই ১৫ বছরের নাবালিকাকে ভুলিয়েভালিয়ে সেখান থেকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায়। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নাবালিকা চিৎকার শুরু করলে বাকিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তখনই বিষয়টি জানাজানি হয়।

এর পরেই নির্যাতিতা নাবালিকা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই প্রগতি ময়দান থানা এলাকার ধাপার সামনে থেকে যুবককে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবক অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী গ্রুপ-ডি কর্মী হিসাবে কাজ করেছেন। সেই সূত্রে তার মাঝেমধ্যে এসএসকেএম হাসপাতালে যাতায়াত ছিল। বুধবারও অভিযুক্ত এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল। ধৃত যুবকের পরিচয়, বর্তমানে তিনি কোথায় কাজ করেন, এসএসকেএমে কী ভাবে ঢুকলেন— সে সব খতিয়ে দেখা হচ্ছে। শহরে বুকে এসএসকেএমের মতো হাসপাতালে এমন ঘটনার পরে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 


Share