Kolkata Metro

ট‍্যানেলে ইলেকট্রিকাল ত্রুটি, সাতসকালে মেট্রো বিভ্রাট, দু’ঘন্টা বন্ধ রইল যাত্রী পরিষেবা, ভাঙা পথে চলল ট্রেন

ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছোয় মেট্রোর। শুরু হয় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ৮টা ৪৬ মিনিটের পরে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়। অফিস টাইমে বিভ্রাটের কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফলে সড়ক পথেই গন্তব্যের দিকে রওনা দেন।

স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১১:৪৯

সাতসকালে ব্লু-লাইনে মেট্রো বিভ্রাট। মেট্রো সূত্রের খবর, সকাল ৭টার পরে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝে ট‍্যানেলে ইলেকট্রিকাল সিস্টেমে ত্রুটি দেখা যায়। এর জেরে প্রায় দু’ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়। ভাঙা পথে চলাচল করে ট্রেন।

জানা গিয়েছে, নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন মেট্রো ট‍্যানেলে ইলেকট্রিকাল ত্রুটি দেখা দেয়।  এর পরেই ওই ট‍্যানেলে একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। সেখান থেকে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে নেতাজি ভবন স্টেশনের দিকে ফিরিয়ে আনা হয়। এই বিভ্রাটের জেরে পর পর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে পড়ে। কিছু ক্ষণ পর থেকে ভাঙা পথে ট্রেন চলাচল শুরু হয়। সেই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করে।

ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছোয় মেট্রোর। শুরু হয় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ৮টা ৪৬ মিনিটের পরে যাত্রী পরিষেবা স্বাভাবিক হয়। অফিস টাইমে বিভ্রাটের কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফলে সড়ক পথেই গন্তব্যের দিকে রওনা দেন।

এর আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছে। অতীতে ট‍্যানেলের প্রবেশের আগে ট্রেনের ইমারজেন্সি ব্রেক আচমকা পড়ে যাওয়ার কারণে ট্রেন মাঝপথেই থামিয়ে দিতে হয়েছিল। সেদিনও যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে স্টেশনের দিকে ফিরিয়ে আনা হয়েছিল।


Share