Death Due To Electrocution

কলকাতায় ফের বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বেহালায় দোকানের শাটার খুলতে গিয়ে তড়িদাহত বৃদ্ধা

বৃদ্ধার নাম শ্রাবন্তী দেবী। ৬৬ বছরের ওই বৃদ্ধা সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা। এ দিন সকাল ৭টা নাগাদ ওই বৃদ্ধা দোকান খুলতে গিয়েছিলেন। দোকানের শাটার তুলতেই পারেননি। লোহার শাটারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

মৃতার নাম শ্রাবন্তী দেবী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫০

কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! পঞ্চমীর সকালে বেহালার সরশুনায় একটি দোকানে ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, জমা জলে তরিদাহত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃদ্ধা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খোলার চেষ্টা করতেই বিপত্তি ঘটে।

লালবাজার সূত্রের খবর, বৃদ্ধার নাম শ্রাবন্তী দেবী। ৬৬ বছরের ওই বৃদ্ধা সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা। এ দিন সকাল ৭টা নাগাদ ওই বৃদ্ধা দোকান খুলতে গিয়েছিলেন। দোকানের শাটার তুলতেই পারেননি। লোহার শাটারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পরেই স্থানীয়েরা পুলিশকে এবং সিইএসসির কাছে খবর দেন। বৃদ্ধাকে কোনও ভাবে উদ্ধার করে নিকটবর্তী বিদ‍্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা শ্রাবন্তী দেবীকে মৃত বলে ঘোষণা করেন।

সিইএসসি-র দাবি, দোকানের টিনের শেড থেকে দোকানের ভিতরে একটি আলো লাগানো ছিল। সেই তার ঠিকমতো ছিল না। সেই তারের কারনেই বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাদের আধিকারিকেরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। তার পরেই এই বিবৃতি দিয়েছেন। 

গত সোমবার কলকাতায় ২৫০ মিলিমিটারের  বৃষ্টি হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে গোটা শহর জলের নীচে চলে যায়। জমা জলে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একজন জখম হয়েছিলেন। কেউ রাস্তার পাশে লাইটপোস্টে হাত লেগে আবার কেউ ঘরের আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের অনুরূপ ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

স্থানীয় সুত্রের খবর, সোমবারের বৃষ্টির পরে বেহালার অনেক জায়গায় জল নেমে গেলেও, এখনও কিছু এলাকায় জলমগ্ন রয়েছে। শনিবার যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেই রাস্তাটি জলমগ্ন। জল পেরিয়ে সেখানকার মানুষদের কাজ করতে হচ্ছে। তবে যে জলে দাঁড়িয়ে বৃদ্ধা দোকান খোলার চেষ্টা করছিলেন, তাতে তড়িৎ বিভব ছিল না। বিদ‍্যুৎ-জল-লোহার মিলিত প্রভাবে বিভব দ্রুত ছড়িয়েছে বলেই মনে করছে বলে মনে করা হচ্ছে। 


Share